রাস যাত্রার সময় ও তারিখ, Rash Yatra 2022, ২০২২ রাস পূর্ণিমার সময় ও তারিখ ,
বলা হয় ‘রস’ থেকেই রাস। রাস যাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি বাৎসরিক উৎসব। রাস মূলতঃ শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব।
ভগবান কৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায়, দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আধ্যাত্মিকতায় এবং কামপ্রবৃত্তিসমূহকে প্রেমাত্মক প্রকৃতিতে রূপ প্রদান করে অংকন করা হয়েছে।
আরও পড়ুনঃ কোচবিহারের রাস- জানা অজানা অনেক কথা
ভারতের উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে, পশ্চিমবঙ্গের নদীয়াসহ অন্যান্য জায়গায় রাস যাত্রা উৎসব পালন করা হয়। এছারাও ওড়িশা, আসাম ও মণিপুরে রাসযাত্রার উৎসব বিশেষভাবে উদযাপিত হয়।
আসুন জেনে নেই এই বছরের রাস পূর্ণিমার সম্পূর্ণ নির্ঘন্ট-
২১ কার্তিক ১৪২৯, ০৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার।
ভারতীয় সময়
ভারতীয় সময়
তিথি শুরুঃ ০৭ নভেম্বর ২০২২, 04:15 PM
তিথি শেষঃ ০৮ নভেম্বর ২০২২, 04:31 PM
আরও পড়ুনঃ কোচবিহারের রাস- জানা অজানা অনেক কথা
শ্রী কৃষ্ণের লীলা, ২০২২ Rash Yatra Date and Time, রাস মেলার সময় ও সূচি, ২০২২ রাস পূর্ণিমার সময় নির্ঘণ্ট। রাস পূজার ক্যালেন্ডার, purnima 2022 dates and time,ras purnima,guru purnima,rash purnima,raas purnima
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊