Latest News

6/recent/ticker-posts

Ad Code

Madhyamik Test 2022: কবে থেকে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা?

Madhyamik Test 2022: কবে থেকে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা?

 students and teacher in classroom



ছাত্র জীবনের প্রথম কোনো বড় পরীক্ষা হিসেবে মাধ্যমিক পরীক্ষার কথা সবাই জানে। সেই মাধ্যমিক পরীক্ষায় বর্তমান দশম শ্রেণিতে পাঠরত শিক্ষার্থীরা ২০২৩-র ফেব্রুয়ারি মাসে অংশ গ্রহন করবে। তবে তার আগে নিজ নিজ বিদ্যালয়ে হয় টেস্ট পরীক্ষা। সিলেকশন পরীক্ষা বা টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে আগামী মাসেই এমনটাই জানা গেল পর্ষদ থেকে।




WBBSE এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি স্কুল ১৭ নভেম্বর থেকে ৩০ শে নভেম্বরের মধ্যে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক টেস্ট পরীক্ষা বা সিলেকশন টেস্ট নিয়ে নিতে হবে। আর সেই মতোই কালীপুজো পেরোলেই পরীক্ষা প্রস্তুতির তোরজোর শুরু হয়ে যাবে স্কুল গুলিতে।




পর্ষদ সুত্রে জানা গেছে কালীপূজা শেষ হলেই স্কুলে স্কুলে মেইল পাঠানো হবে। এবছরও মাধ্যমিক টেস্ট পরীক্ষার খাতা সংরক্ষন করতে হবে এবং পরীক্ষার রেজাল্ট এর কপি পর্ষদের কাছে মেইল করতে হবে। আগামী ১৭ নভেম্বরের পর থেকে মাধ্যমিক টেস্ট পরীক্ষা শুরু হবে। কার্যত নভেম্বর থেকে টেস্ট শুরু হলে আর হাতে সময় নেই শিক্ষার্থীদের। জোরকদমে প্রস্তুতি নিতে হবে পরীক্ষার্থীদের।




পর্ষদ সূত্রে জানা গেছে, সঠিক সময়েই হবে পরীক্ষা পাশাপাশি সঠিক সময়েই প্রকাশিত হবে ফল।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code