Kalipuja 2022: পুজোর আগে গাইড ম্যাপ প্রকাশিত করা হলো ধুপগুড়িতে

Kalipuja Guide Map




ধুপগুড়ি, জয়ন্ত বর্মণ



কালি পুজায় ঘুরতে এসে যাতে দর্শনার্থীদের কোনো সমস্যায় পড়তে না হয় তার জন্য প্রতিবছরের মতো এবারও গাইড ম্যাপ প্রকাশ করা হলো। এই উপলক্ষে ধূপগুড়ি ট্রাফিক গার্ডের উদ্যোগে ধূপগুড়ি চৌপথি সংলগ্ন এলাকায় একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। 



এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ওয়াংডেন ভুটিয়া,ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামা, ডিএসপি ট্রাফিক দেবাশীষ দাস,ধূপগুড়ি পৌরসভার পৌর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালি রায়, ধূপগুড়ি দমকল আধিকারিক বিপ্লব ঠাকুর সহ অনেকে।




এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে সকলকেই শব্দবাজি ফাটানো থেকে বিরত থাকার অনুরোধ করা হয়।