Primary TET এর ফর্ম ফিলাপের জন্য লাগবে বাড়ির নাম্বার, পাবেন কীভাবে ?
পাঁচ বছর পর ফের টেটের (Primary TET 2022) বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। আজ, শুক্রবার বিকেলে টেট-এর আবেদনপত্র গ্রহন শুরু করলো প্রাথমিক শিক্ষা পর্ষদের (wbbpe) । শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই করা যাবে আবেদন।
পর্ষদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে , TET-এর যোগ্যতা অর্জন করা কোনো ব্যক্তিকে নিয়োগের বা চাকরির অধিকার প্রদান করবে না কারণ এটি নিয়োগের জন্য যোগ্যতার মানদণ্ডগুলির মধ্যে একটি মাত্র।
টাকা অনলাইন আবেদন ফি প্রদান 150/- সাধারণ প্রার্থীদের জন্য। OBC-A এবং OBC-B প্রার্থীদের জন্য 100/- এবং Rs. 50/- টাকা SC, ST, PH প্রার্থীদের জন্য।
প্রার্থীরা ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড/ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারেন। অতিরিক্ত প্রক্রিয়াকরণ চার্জ প্রযোজ্য হবে।
আবেদনের আগে যে সকল গুরুত্বপূর্ণ বিষয় গুলি জেনে রাখতে হবে-
- Application করতে যাওয়ার আগে বাড়ীর নাম্বার (house number) টা জেনে নেবেন। আবেদনে বাড়ির নাম্বার দিতে হবে।
- পাসপোর্ট সাইজ রঙিন ফটো যেটি আবেদনের সময় দেবেন তার কয়েকটা কপি কাছে রাখবেন। একই ফটো পরীক্ষার দিন নিয়ে যেতে হবে।
- যাদের ট্রেনিং সম্পূর্ণ তাদের ফাইনাল ইয়ারের মার্কশিট, যাদের সম্পূর্ণ হয়নি তাদের part 1 এর, যারা just ট্রেনিং এ ভর্তি হলেন তাদের ভর্তির প্রমাণ আপলোড করতে হবে।
Online আবেদনের জন্য নীচের দুটি ওয়েবসাইট ভিজিট করুন-
বাড়ির নাম্বার পাবেন কিভাবে ?
খুব সহজে নিজের মোবাইলেই দেখে নিতে পারবেন বাড়ির নাম্বার। এইজন্য প্রথমেই আপনাকে যেতে হবে- http://ceowestbengal.nic.in/ এই ওয়েব সাইটে।
এখানে গিয়ে খুঁজে বেড় করুন 'Voter List' লেখাটি । ওয়েবসাইটটি খোলার পর একটু স্ক্রল করলেই পেয়ে যাবেন অপশনটি।
Voter List অপশনে গিয়ে ক্লিক করুন। এরপর আপনার জেলা, তারপর AC Name , এবং এরপর Polling Station Name এ ক্লিক করে নিজের নামটি ভোটার লিস্ট থেকে খুঁজে বের করুন। এখানেই আপনার নামের পরে আপনার House Number বা বাড়ির নাম্বার দেওয়া রয়েছে।
Ebhabeo barir number ber kora jay ...jene bhalo holo
ReplyDeleteউপকৃত হইলাম
ReplyDeleteঅনেক অনেক ধন্যবাদ সংবাদ একলব্য কে এতো সুন্দর তথ্য দেওয়ার জন্য
ReplyDeleteVery Helpful
ReplyDeleteজেনে ভীষণ সুবিধা হলো
ReplyDeleteউপকৃত হলাম
ReplyDeleteKhup valo laglo
ReplyDeleteHelpful
ReplyDeleteThank you
ReplyDeleteবাড়ী নাম্বার দেওয়াটা এখানে must নয়, কারণ ফর্মর ঐ ফিল্ডে লাল star চিন্হ দেওয়া নেই ।
ReplyDeleteBah ...darun bepar ...
ReplyDeleteভালো লাগলো লাগলো জানতে পেরে
ReplyDeleteGood information
ReplyDeleteJene darun laglo
ReplyDeleteKhub vlo
ReplyDeleteBha valoi hlo avabe sabai ber korte parbe.
ReplyDeleteGood
ReplyDelete