Latest News

6/recent/ticker-posts

Ad Code

আসানসোল নিষিদ্ধ পল্লীতে ধুমধাম করে হচ্ছে দুর্গাপুজো

 আসানসোল নিষিদ্ধ পল্লীতে ধুমধাম করে হচ্ছে  দুর্গাপুজো

Durga maa



রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-



প্রাচীন কাল থেকে একটি কথা প্রচলন আছে পতিতাপল্লীর মাটি এনেই মায়ের মূর্তির কাঠামোয় প্রথম প্রলেপ পড়ে। অথচ সেই পতিতাপল্লীর বাসিন্দা বা যৌনকর্মীরা এই পুজো থেকে কয়েক মাইল দূরে থেকে মাকে ভক্তি ভরে প্রনাম করে। কিন্তু এবার আর দূরে নয় তারা নিজেরাই পুজোয় ফল কাটবেন, নিজেরাই ভোগ রান্না করবেন, নিজেদের ইচ্ছামত পুজো করবেন আবার পুষ্পাঞ্জলি দেবেন। এই পুজোর সৌভাগ্য হয়েছে কুলটির নিষিদ্ধপল্লী এলাকা চবকাতে।  এই পুজো তাদের ৪বছরের।  দেশের অন্যতম বৃহৎ নিষিদ্ধ পল্লী এলাকা কুলটির লছিপুর আর সেখানেই ধুমধাম করে হচ্ছে এবার দুর্গাপুজো। 

এক যৌন কর্মী(নাম প্রকাশে অনিচ্ছুক)বলেন, মা দূর্গা পুজোর প্রতিমা যখন আমাদের পতিতাপল্লীর মাটি দিয়েই তৈরী হয়, অথচ পুজোর ৪দিন আমরা মায়ের আছেই যেতে পারিনা। তাই গত ৪বছর আগে এখানে দুর্গা পুজো শুরু হয়। এই ৪দিন পতিতাপল্লীর বাসিন্দারা খুবই আনন্দ করে। পুজোর  ফল কাটা থেকে শুরু করে মায়ের ভোগ রান্না পুষ্পাঞ্জলি দেয় আমদের যৌনকর্মীরা। এই ৪দিন যৌনকর্মীরা নিজেদের বাচ্চাদের নিয়ে আনন্দ উপভোগ করি বলে তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code