Latest News

6/recent/ticker-posts

Ad Code

TET-2022 : নতুন প্রাইমারি টেট পরীক্ষায় B.ED প্রশিক্ষিতরা তাহলে কী বসতে পারবে না ! মামলা দায়ের

নতুন প্রাইমারি টেট পরীক্ষার  বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা

TET-2022


প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় B.ED প্রশিক্ষিতদের সুযোগ দেওয়ার কারণে 11 ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলা নতুন প্রাইমারি টেট পরীক্ষার (TET-2022) বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হল কলকাতা হাইকোর্টে। মামলা করলেন D.EL.ED প্রার্থীরা।

জানা যাচ্ছে , মোট ১০ জন D.EL.ED প্রার্থী এই মামলা দায়ের করলো কলকাতা উচ্চ আদালতে। তাদের দাবী বি এড (B.ED ) প্রশিক্ষিতরা যাতে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে তার জন্যই এই মামলা। 

আগামী সোমবার এই মামলার শুনানি হবে। শুনানিতে কি আদেশ জারি হতে পারে, তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে ।


তবে এই প্রসঙ্গে একটি মামলা সুপ্রীম কোর্টে ইতিমধ্যে শুনানি চলছে। যার পরবর্তী শুনানি আগামী ১৬ নভেম্বর। অর্থাৎ একই বিষয়ে কলকাতা উচ্চ আদালত এবং সুপ্রীম কোর্ট, দুই জায়গাতেই মামলা দায়ের হয়েছে।


এখন দেখার কলকাতা উচ্চ আদালত এবং সুপ্রীম কোর্ট একই বিষয়ে কী আদেশ প্রদান করে। বি এড প্রশিক্ষিতরা কি প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসবার সুযোগ পাবে না পাবে না, তা আগামীদিনে পরিষ্কার হবে।

إرسال تعليق

0 تعليقات

Ad Code