Latest News

6/recent/ticker-posts

Ad Code

TET 2022: সুখবর, ফের যোগ্যতামানে শিথিলতা আনল প্রাথমিক শিক্ষা পর্ষদ

TET 2022: ফের যোগ্যতামনে শিথিলতা আনল প্রাথমিক শিক্ষা পর্ষদ


Upper Primary



১১ই ডিসেম্বর রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা টেট। তার আগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে সেই বিজ্ঞপ্তিতে যাদের Graduation+ B.ed, Graduation এ 50% নেই, SC ST OBC থাকলেও তাঁদের নম্বরে কোনো ছাড়ের উল্লেখ ছিল না। এবার নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে ছাড়ের কথা জানিয়ে দিল পর্ষদ।



NCTE-র নির্দেশিকা মেনে সংরক্ষিত প্রার্থীদের টেট পরীক্ষায় বসার ক্ষেত্রে নম্বরে ছাড় দেওয়া হল। প্রাথমিকে টেটে আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা ৫% ছাড় পাচ্ছেন। এবার, এসসি, এসটি, ওবিসি প্রার্থীরা স্নাতকে ৪৫ শতাংশ নম্বর থাকলেই আবেদন করতে পারবে প্রাথমিক টেটে। 


উচ্চ মাধ্যমিক বা স্নাতকের ক্ষেত্রে ৫% নম্বরে ছাড় পাবেন সংরক্ষিত চাকরি প্রার্থীরা। এসসি, এসটি ও ওবিসি চাকরি প্রার্থীরা ৪৫% নম্বর পেলেই আবেদন করতে পারবেন। পর্ষদের এই নয়া বিজ্ঞপ্তিতে খুশির হাওয়া। 


প্রথমে প্রাথমিক টেট বিজ্ঞপ্তিতে এই ছাড় না থাকায় কার্যত অনেকেই টেটে বসতে পারবেন না বলে হতাশ হয়। এমনকি এই ছাড়ের দাবিও ওঠে। অবশেষে পর্ষদের তরফে তা মান্যতা পেল। 


إرسال تعليق

0 تعليقات

Ad Code