দিনহাটা ২ নং ব্লক তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে বাংলা ভাষা এবং বাঙালীদের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে খারুভাজে প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য:
আজ কোচবিহার জেলার দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ থানার অন্তর্গত খারুভাঁজ বাজারে কোচবিহার জেলা তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে ভাষা আন্দোলনের সমর্থনে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। দিনহাটা ২ নং ব্লকের বিভিন্ন চক্র সম্পদ কেন্দ্রের প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা এতে অংশ নেয়।
মূলত দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী বাঙালি ভাষাভাষী মানুষের উপর অত্যাচারের অভিযোগ রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বেশ কিছু দিন ধরে চলে আসছে। গত ২১ শে জুলাই শহিদ মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের কথা জানান। ইতিমধ্যে জঙ্গীপুর, বীরভূমে মূখ্যমন্ত্রী স্বয়ং ভাষা আন্দোলনের মিছিল অংশ নিয়েছিলেন।
আজ দিনহাটা সাহেবেগঞ্জ থানার অন্তর্গত খারুভাঁজ বাজার এলাকায় মিছিল ও জমায়েতে অংশ নেয় কোচবিহার জেলা তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। সেই সাথে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিতে পারেন বলে জানান।
আজকের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহার তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির অন্যতম সদস্য বাপ্পাদিত্য রায় , বামনহাট চক্র সম্পদ কেন্দ্রের সভাপতি হানিফ শিকদার, দিনহাটা ৩ নং চক্র সম্পদ কেন্দ্রের প্রেসিডেন্ট গোপাল সাহা, কোচবিহার জেলা তৃনমূল প্রাথমিক সমিতির সভাপতি সুব্রত নাহা , দিনহাটা ১নং সার্কেল সভাপতি সুশান্ত বর্মন, এছাড়াও শিক্ষক গৌরাঙ্গ সরকার,হীরক জ্যোতি বর্মন, সজল সরকার সহ অনেকেই।
0 تعليقات
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊