SSC Scam : ২০ জনের চাকরি বাতিল, তালিকা আরও লম্বা হবে !
হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, এসএসসিতে (SSC) যাঁরা ব়্যাঙ্ক জাম্প করে শিক্ষক পদে চাকরি পেয়েছেন তাঁদের চিহ্নিত করে তালিকা তৈরি করতে হবে এবং চাকরি বাতিল করতে হবে। সেইমতো ব়্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়া ১৮৩ জনের তালিকা আদালতের কাছে জমা দিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। যাঁদের থেকে ইতিমধ্যে ২০ জনের চাকরি বাতিল করা হয়েছে। বাকিদেরও বাতিল করা হবে। এই মর্মে আদালতে হলফনামা জমা দিয়েছে এসএসসি (SSC)।
কলকাতা হাইকোর্টে এসএসসির (SSC) তরফে যে হলফনামা জমা করা হয়েছিল, তাতে ১৮৩ জনের ব্যতিক্রমী নিয়োগের কথা জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। তার মধ্যে ২০ জনকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। অর্থাৎ, অঙ্কিতার পর এবার ২০ জনের চাকরি বাতিল করা হল।
এই ২০ জনের চাকরি যাওয়ার বিষয়ে এসএসসি (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, “সেটি তো আদালতের হলফনামাতেই বলা আছে। পুরোটাই আদালত নির্দেশিত পথে আমরা চলছি।”
যাঁদের চাকরি বাতিল হয়েছে –
১. ইমাম মোমিন, ইংরেজি শিক্ষক, রামচন্দ্রপুর হাই স্কুল, দক্ষিণ দিনাজপুর
২. মহম্মদ গোলাম রব্বানি, ইংরেজি শিক্ষক, বলদিয়া বাশা হাই স্কুল, উত্তর দিনাজপুর
৩. জুঁই দাস, বাংলা, গুরজপুর শিবগঞ্জ বিশ্বলক্ষ্মী হাই স্কুল, হাওড়া
৪. মহম্মদ আজাদ আলি মির্জা, বাংলার শিক্ষক, খাবরা এইচ এন আগ্রিল হাই স্কুল, মালদা
৫. ইলোরা হক, বাংলা
৬. শেখ ইনসান আলি, ইতিহাস, বাণী নিকেতন আরএম বিদ্যালয়, পূর্ব বর্ধমান
৭. মঞ্জুরুল সরকার, অঙ্ক, পঞ্চগ্রাম আইএসএ হাই স্কুল, মুর্শিদাবাদ
৮. মহম্মদ আমির হোসেন, অঙ্ক, নাজিরপুর এসেরপাড়া হাই স্কুল, মুর্শিদাবাদ
৯. মহম্মদ শরিয়াতুল্লা, অঙ্ক, ধর্মদঙ্গ হাই স্কুল, মুর্শিদাবাদ
১০. রমজান আলি, অঙ্ক, লস্করপুর হাই স্কুল, মুর্শিদাবাদ
১১. মহম্মদ জসিমউদ্দিন শেখ, অঙ্ক, কাজিপাড়া হরিদাস বিদ্যাভবন, মুর্শিদাবাদ
১২. মেহেরুল হক, অঙ্ক, দিঘরি হাই স্কুল, মুর্শিদাবাদ
১৩. নীলমণি বর্মণ, অঙ্ক, সাহাপুর সাঁওতাল হাই স্কুল, মুর্শিদাবাদ,
১৪. নাজিরা খাতুন, ভূগোল, কামারতোড় হাই স্কুল, উত্তর দিনাজপুর
১৫. গুরুপদ ঘড়াই, জীবন বিজ্ঞান, কুতুবপুর নব আদর্শ হাই স্কুল, মুর্শিদাবাদ
১৬. অভিজিৎ রায়, ভৌত বিজ্ঞান
১৭. দিব্যেন্দু সমাজদার, ভৌত বিজ্ঞান, হোসেনপুর হাই স্কুল, মুর্শিদাবাদ
১৮. অরুণ কুমার সিনহা, ভৌত বিজ্ঞান
১৯. মহম্মদ তাজুউদ্দিন আহমেদ সাফিল ইমাম, ভৌতবিজ্ঞান
২০. সিদ্দিক গাজি, অঙ্ক, সালুয়াডাঙা হাই স্কুল, মুর্শিদাবাদ
সবচেয়ে বেশি চাকরি বাতিল হয়েছে মুর্শিদাবাদ জেলায়। সেখানে চাকরি বাতিল করা হয়েছে ১০ জনের। তাছাড়া দক্ষিণ দিনাজপুর জেলার একটি স্কুল থেকে ১ জন, উত্তর দিনাজপুর জেলার ২ জন, হাওড়ার একটি স্কুল থেকে ১ জনের চাকরি গিয়েছে। মালদার একটি স্কুল থেকে ১ জনের চাকরি বাতিল হয়েছে। তবে সেই তালিকায় ৩ জন চাকরিপ্রার্থীর স্কুলের নাম দেওয়া নেই। এক চাকরিপ্রার্থীর স্কুলের নাম দেওয়া থাকলেও জেলার নাম দেওয়া নেই।
তবে ২০ জন বা ১৮৩ জনই নয়, সিবিআই-এর হিসেবে এই সংখ্যা আরও বেশি। অর্থাৎ, সিবিআই আদালতে রিপোর্ট জমা দিলে বেআইনি নিয়োগের তালিকা আরও লম্বা হবে বলেই মনে করছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা।
এই বিষয়ে একই কথা জানিয়েছেন আইনজীবী ফিরদৌস শামিম, তিনি বলেন, “আমার দৃঢ় ধারনা এই সংখ্যা আরও বাড়বে। একদিকে ওএমআর শিটের সংখ্যায় কারচুপি, অন্যদিকে লিস্টের শেষের দিকে থাকা চাকরিপ্রার্থীরা বা তালিকার বাইরে থাকা ব্যক্তিদের চাকরি পাওয়া… এই সব মিলিয়ে সংখ্যাটা অনেক বেড়ে যাবে।”
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊