BREAKING: Nepal jolted by 5.1 magnitude earthquake


earthquake



ফের কেঁপে উঠলো নেপাল, ৫.১ মাত্রার তীব্র ভূকম্পন

বুধবার (১৯ অক্টোবর) দুপুর ২.৫২ মিনিটে কাঠমান্ডু থেকে ৫৩ কিলোমিটার পূর্বে ৫.১ মাত্রার ভূমিকম্প হয়। 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে ভূমিকম্পের গভীরতা ছিল মাটির নিচে ১০ কিলোমিটার।

ভারতের আবহাওয়া দফতরের পাটনা ইউনিট (আইএমডি) জানিয়েছে যে পাটনা সহ বিহারের কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে।