কংগ্রেস সভাপতি নির্বাচনে (Congress President Election) মনোনয়ন জমা দিলেন মল্লিকার্জুন খাড়গে

Mallikarjun Kharge


কংগ্রেস সভাপতি নির্বাচনে (Congress President Election) মনোনয়ন জমা দিলেন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। আর তারপরেই দলীয় অনুশাসন মেনে এবার রাজ্যসভায় বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিলেন তিনি।



প্রায় ২৫ বছর পর অ-গাঁধী কোনও সভাপতি পেতে চলেছে কংগ্রেস। তবে, গাঁধীদের পছন্দের প্রার্থী মল্লিকার্জুন খাড়গে। তাঁর জয় একপ্রকার নিশ্চিত। অন্যদিকে, তাঁর প্রতিদ্বন্দ্বী শশী তারুর। জি-২৩ গ্রুপের যিনি অন্যতম সদস্য।



প্রসঙ্গত, উদয়পুর চিন্তন শিবিরে "এক ব্যক্তি, এক পদ" নিয়ম পালনের সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস। খাড়গের ইস্তফার পর এবার কংগ্রেসের সংসদীয় দলের (Congress Parliamentary Party) চেয়ারপার্সন সনিয়া গাঁধী (Sonia Gandhi) নতুন নেতা নিয়োগ করবেন। পরে দলীয় সিদ্ধান্তের কথা রাজ্যসভার চেয়ারম্যানকে জানানো হবে।



ইতিমধ্যে, উচ্চকক্ষের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা দলের কার্যকরী সভানেত্রী সনিয়া গাঁধীকে জানিয়েও দিয়েছেন তিনি।