WBSEDCL দুর্গা পূজা ২০২২ এ বিশেষ বিজ্ঞপ্তি জারি করলো

Sangbad Ekalavya
14

WBSEDCL দুর্গা পূজা ২০২২ এ বিশেষ বিজ্ঞপ্তি জারি করলো


WBSEDCL


পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা ( WBSEDCL) আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে ক্যাশ কাউন্টার খােলার সময় এবং সাথে সাধারন বিভাগীয় কার্য্যালয় কবে কবে বন্ধ থাকবে সে বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

WBSEDCL- বিজ্ঞপ্তিতে জানিয়েছে -"আগামী ৩০.০৯.২০২২হইতে ১০.১০.২০২২ এবং ২৪.১০.২০২২ হইতে ২৭.১০.২০২২ তারিখ পর্যন্ত সাধারন বিভাগীয় কার্য্যালয় বন্ধ থাকিবে। শুধুমাত্র জরুরী পরিষেবা সচল থাকিবে।"


একই সাথে বিজ্ঞপ্তিতে ক্যাশ কাউন্টার খােলার সময় এবং বন্ধের সময় উল্লেখ করে দিয়েছে। দেখে নিন বিজ্ঞপ্তিটি -

একটি মন্তব্য পোস্ট করুন

14মন্তব্যসমূহ

  1. সাধারণ মানুষ এর একটু ভোগান্তি হতে পারে

    উত্তরমুছুন
  2. বন্দ টা একটু বেশি হয়ে গেল না!!!

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top