Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাঘের আতঙ্ক ধূপগুড়ির লোকালয়ে, আতঙ্কিত এলাকাবাসী

বাঘের আতঙ্ক ধূপগুড়ির লোকালয়ে, আতঙ্কিত এলাকাবাসী

Tiger


ধূপগুড়ি, জয়ন্ত বর্মণ

বাঘের আতঙ্ক ঘুম কেড়েছে গ্ৰামবাসীর। ধূপগুড়ি ব্লকের পশ্চিম ডাউকিমারি এলাকার ঘটনা। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। 


জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ধূপগুড়ি ব্লকের পশ্চিম ডাউকিমারি এলাকার বাসিন্দা মনিরুল হকের বাড়িতে একটি ছাগলকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। ছাগলটির শরীর রক্তাক্ত ও বিভিন্ন জায়গায় ক্ষত দেখা যায়। এরপর সকালে ঘুম থেকে উঠে এলাকাবাসী দেখতে পান বাঘের পায়ের ছাপ বাড়ির চারপাশে। পায়ের ছাপ দেখে তাদের অনুমান গতকাল রাতে বাঘ এসেছিল বাড়িতে এবং ছাগলটিকে মেরে ফেলেছে। 


এদিকে সেই বাড়ির পাশেই রয়েছে চায়ের বাগান। তাই গ্ৰামবাসীদের দাবি সম্ভবত সেই চাবাগানে আশ্রয় নিয়েছে বাঘটি। ঘটনায় রীতিমতো আতঙ্কিত গ্ৰামবাসী। এদিকে ঘটনার খবর দেওয়া হয় নাথুয়া রেঞ্জের বনকর্মীদের এবং ধূপগুড়ি থানায় । যদিও বনদপ্তর বা পুলিশ ঘটনাস্থলে আসেনি বলে অভিযোগ গ্ৰামবাসীদের।




উল্লেখ্য যে ডুয়ার্সের লোকালয়ে অনেক সময় চিতাবাঘের দেখা মেলে। আর চিতাবাঘের পছন্দের বাসস্থান চা বাগান। সেক্ষেত্রে চিতাবাঘ পশ্চিম ডাউকিমারির লোকালয়ে ঢুকে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code