Saradha Scam : টাকা না থাকায় জামিন পেয়েও মুক্ত হতে পারছিলেন না সুদীপ্ত সেন !

টাকা না থাকায় জামিন পেয়েও মুক্ত হতে পারছিলেন না সুদীপ্ত সেন ! 


sudipta sen


Saradha Scam : চিটফান্ড মামলায় সুদীপ্ত সেনকে (sudipta sen)  আসানসোল আদালতে পেশ করা হয় আজ। সোমবার কোলকাতা থেকে সুদীপ্ত সেনকে (sudipta sen) নিয়ে এসে আসানসোল আদালতে পেশ করা হয়েছে।

জানা গিয়েছে সালানপুর থানায় ওই চিটফান্ড মামলায় (Saradha Scam) সুদীপ্ত সেনকে আসানসোলে আদালতে পেশ করা হয়েছে। আদালত সূত্রে খবর দুপুরে এই মামলার শুনানি হয়।

বেল বন্ডের টাকা না থাকায় জামিন পেয়েও মুক্ত হতে পারছিলেন না সুদীপ্ত সেন। স্পেশাল পাঁচটি কেসে মামলা চলছিলো সুদীপ্ত সেনের (sudipta sen)। এই পাঁচটি কেসে জামিনের আবেদন মঞ্জুর করলেও টাকার অভাবে বেল বন্ড (Saradha Scam) জমা করতে পারছিলেন না সুদীপ্ত সেন।

আজ আর্থিক অবস্থা খারাপ এই কথা জানিয়ে আদালতের কাছে পিআর বন্ডের আবেদন জানান সুদীপ্ত সেন (sudipta sen)।

তিনি (sudipta sen) বিচারককে বলেন, আমার আর্থিক অবস্থা ঠিক নেই। তাই আমাকে পিআর বন্ড দেওয়া হোক। এরপর বিচারক সুদীপ্ত সেনের আবেদন মতো ডিএলএস বা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস থেকে আইনজীবী এনামুল হককে নিয়োগ করেন। তিনি সুদীপ্ত সেনের হয়ে বেল বন্ডের আবেদন করেন ।


বিস্তারিত জানুন ভিডিওতে-



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ