VRP-সারাবাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন

vrp



সারাবাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের ডাকে আগামী 06/09/2022 মঙ্গলবার রামলীলা ময়দান থেকে রানী রাসমণি পর্যন্ত গ্রামীণ সম্পদকর্মী VRP দের পথসভা ও ধরনা বিক্ষোভ, নবান্ন অভিযান অনুষ্ঠিত হবে।

উক্ত বিক্ষোভ কর্মসূচি বেলা ১২ টা নাগাদ অনুষ্ঠিত হবে রামলীলা ময়দান থেকে ।

VRP দের দীর্ঘদিনের দাবি -

১. নুন্যতম মাসিক বেতন ও চুক্তিভিত্তিক কর্মচারীর মর্যাদা দিতে হবে।

২. সরকারী কর্মচারীর ন্যায় সুযােগ সুবিধা সহ "সরকারি ছুটি" ভােগ করার সুযােগ দিতে হবে।

৩. VRP দের সরকারি গাইডলাইন মেনে নিয়ােগ পদ্ধতি এবং কাজের ব্যাপকতার নিরিখে অপেক্ষাকৃত vcT, যারা (শ্রমিক) তাদের সাথে বেতন ক্রমের বিষয়ে পার্থক্য রাখতে হবে।

মূলত এই দাবী গুলো নিয়ে একাধিকবার রাজ্যজুড়ে আন্দোলনে নামতে দেখা গেছে VRP দের। এবার নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তারা।



সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন রাজ্য কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে  "আগামী 6 ই সেপ্টেম্বর বাংলার ইতিহাসে VRP দের জন্য একটি ঐতিহাসিক দিন আসতে চলেছে। আপনারা ইতিমধ্যে এটাও জেনে গেছেন যে উক্ত বৃহৎ কর্মসূচিকে কেন্দ্র করে এবং সংগঠনের শ্রীবৃদ্ধি ঘটানোর লক্ষ্যে গত 27 শে আগস্ট মালদায় একটি শক্তিশালী রাজ্য কমিটিও গঠন হয়েছে। জেলা প্রতিনিধিদের নিয়ে রাজ্য সংগঠন সকল VRP দের অমানবিক দুর্দশার কথা চিন্তা করেই এই বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে।"