Latest News

6/recent/ticker-posts

Ad Code

Manik Bhattacharya: প্রাথমিক মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য

Manik Bhattacharya: প্রাথমিক মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য



Manik Bhattacharya
Manik Bhattacharya



সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার, লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের গত ২ সেপ্টেম্বর রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তিনি। স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন তিনি। সব পক্ষকে নোটিস ইস্যু করেছে সুপ্রিম কোর্ট। আগামী ২৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।



প্রাথমিক মামলায় এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দেন। মানিক ভট্টাচার্য এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির হিসেব হলফনামা আকারে কলকাতা হাইকোর্টে দাখিল করার নির্দেশকে চ্যালেঞ্জ করেই মানিক ভট্টাচার্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। গত ২ সেপ্টেম্বর ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের প্রত্যেকটি নির্দেশকে মান্যতা দেয়।




নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জড়িত থাকার কথা বলেছে ED। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ করে পার্থ চট্টোপাধ্যায়কে মেসেজ করেন তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বেসরকারি বি এড কলেজ থেকে টাকা তোলা, হুমকি দেওয়া, ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের উল্লেখ ছাড়া নদিয়ার TET’এর মাস্টার শিট চেয়ে চেয়ারম্যানকে চাপ দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠলেও পদক্ষেপ করার বদলে তাঁকেই অভিযোগ সম্বলিত মেসেজটি পাঠান প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইতিমধ্যেই CBI ও ED দু’ই কেন্দ্রীয় সংস্থাই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছে। লুক আউট নোটিসও জারি করেছে সিবিআই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code