World Championships Junior, Italy : দারিদ্রতাকে পাশ কাটিয়ে রাজমিস্ত্রির মেয়ে এবার যাচ্ছে ইতালিতে

দারিদ্রতাকে পাশ কাটিয়ে রাজমিস্ত্রির মেয়ে এবার যাচ্ছে ইতালিতে

priyanka roy




কিক বক্সিং এ অন্যতম নজীর তৈরী করে ইতালিতে (Italy) জুনিয়র ওয়ার্ল্ড চাম্পিয়ানশিপে (World Championships Junior) খেলতে যাচ্ছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের চান্দাবাড়ী গ্রামের মেয়ে প্রিয়াঙ্কা রায় (Priyanka Roy)।



১৩বছরের প্রিয়াঙ্কা চান্দারবাড়ী গুলুকান্ত রায় উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। মেয়ের এই সাফল্যে খুশি বাবা, মা, স্কুল শিক্ষক থেকে শুরু করে সমস্ত এলাকাবাসী।

প্রিয়াঙ্কা রায় ইতিমধ্যে ছোটো বড় অনেক খেলায় অংশগ্রহণ করেছে ,তবে তার মধ্যে উল্লেখযোগ্য কোলকাতায় অনুষ্ঠিত পরপর দুবার স্টেট চ্যাম্পিয়ন, চেন্নাইতে অনুষ্ঠিত ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে এবার খেলতে যাচ্ছে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে (World Championships Junior) । যা অনুষ্ঠিত হচ্ছে সুদূর ইতালিতে।


প্রিয়াঙ্কা ইতালিতে ৩৭ কেজি বিভাগে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে, কিন্তু স্বপ্নপূরণের দোরগোড়ায় বড় বাধা হয়ে দাড়িয়েছে আর্থিক অনটন।


বাবা নৌজন রায় পেশায় রাজমিস্ত্রী, ইতালিতে খেলতে যাওয়া ও খেলার সরঞ্জাম টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছে, তাই সকলের কাছে সাহায্যের আবেদন করেছে প্রিয়াঙ্কার বাবা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ