জাতীয় পুষ্টি মাস উদযাপন মহম্মদবাজারে

জাতীয় পুষ্টি মাস উদযাপন


অভীক মিত্র - 


জাতীয় পুষ্টি মাস পালন করা হলো প্যাটেলনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শনিবার । সচেতনতা শিবিরের আয়োজন করে স্যাগ কন্যাশ্রী প্রকল্পের তত্ত্বাবধানে "জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন" । সিডিপিও সুরজিৎ মুখ্যাজী,ব্লক মেডিক্যাল হেলথ অফিসার  গোলাম সারোয়ার পুরকৈত, স্যাগ কন্যাশ্রী প্রকল্পের কো-অডিনেটর দীনেশ দাস, স্যাগ কন্যাশ্রী প্রকল্পের প্রোজেক্ট কো-অডিনেটর হৃদয়কুমার সিংহ,স্যাগ কন্যাশ্রী প্রকল্পের ফিলড ফ্যাসিলেটার রেখা মন্ডল, মারিয়াম নেস্সা খাতুন উপস্থিত ছিলেন । 



ছয়টি সেন্টার থেকে মোট ছিয়াত্তর জন কিশোরীরা অংশগ্রহণ করে । কিশোরিদের পাশাপাশি গর্ভবতী মায়েদের, প্রসূতি মায়েদের হেল্থ চেক আপ করা হয় । কিশোরিদের ও হেল্থ চেক আপ করা হয় । সভা থেকে সমাজের উদ্দেশ্য একটি প্রচার করা হয় । "কমলা সবুজ সাদা খাও গাদা গাদা " বলে একটা স্লোগান দেওয়া হয় । 



পাশাপাশি কিশোরিদের নিয়ে পদসভা করা হয় । পদসভাতে প্রায় ছিয়াত্তরজন কিশোর ও অঙ্গনওয়াড়ী কর্মীরা অংশগ্রহণ করেন । পরিশেষে ব্লক মেডিক্যাল অফিসারের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে এদিনের সভা সমাপ্ত ঘোষনা করা হয় ।