'শরীর ভালো নেই'- মঙ্গলকোট বিষ্ফোরণ মামলায় হাজিরা দিতে গিয়ে সংবাদ মাধ্যমকে জানালেন অনুব্রত মন্ডল


anubrata mandal



বাম আমল তথা ২০১০ সালে মঙ্গলকোট বিষ্ফোরণ মামলায় হাজিরা দিতে নির্দেশ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রতমন্ডলকে ৷ তবে বর্তমানে অনুব্রত মন্ডল গোরুপাঁচার মামলার অভিযোগে গ্রেফতার হয়ে ১৪ দিনের জেল হেফাজতে রয়েছে আসানসোলে ৷ সেই কারণে বৃহস্পতিবার সকালে আসানসোল সংশোধনাগার থেকে কড়া নিরাপত্তার মাধ্যমে অনুব্রতকে কলকাতার বিধান নগর অঞ্চলে এমপি/ এমএলএ আদালতে নিয়ে যাওয়া হয় ৷

বাম আমল তথা ২০১০ সালে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷ অন্যদিকে ২০০৯ সাল থেকেই কেতুগ্রাম মঙ্গলকোট এলাকায় তৃণমূল সংগঠনের দায়িত্বে ছিলেন অনুব্রত মণ্ডল ৷ মঙ্গলকোট বিষ্ফোরণ মামলার চার্জশিটে ১৫ জনের মধ্যে অনুব্রত মণ্ডলের নামও রয়েছে ৷ সেই সূত্রেই এই তলব বলে জানা গেছে ৷

তবে এদিন যাওয়ার আগে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলে যান তার শরীর ভালো নেই ৷