Malay Ghatak: বাড়ি ও দপ্তরে CBI হানার পর এবার মলয় ঘটককে তলব ইডির

Malay Ghatak: বাড়ি ও দপ্তরে CBI হানার পর এবার মলয় ঘটককে তলব ইডির

Malay Ghatak
আইনমন্ত্রী মলয় ঘটক




বুধবার রাজ‍্যের আইনমন্ত্রী মলয় ঘটকে বাড়ি ও দপ্তরে হানা দেয় সিবিআই। কয়লা পাচার কাণ্ডে সিবিআই হানায় তেমন কোনো সফলতা পায়নি সিবিআই। এবার তলব ইডির। সিবিআই হানার কয়েক ঘন্টা পরেই কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন‍্য মলয় ঘটককে তলব করলো ইডি।




মলয়বাবু ও তাঁর ভাইয়ের বাড়ি–সহ মোট ছ’জায়গায় তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আচমকা এই অভিযান নিয়ে মলয়বাবু রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছেন। আর সেদিন রাতেই ইডির তলবের চিঠি। নয়া দিল্লীতে গিয়ে হাজিরা দিতে বলা হয়েছে মলয় ঘটককে।




সূত্রের খবর, আগামী ১৪ সেপ্টেম্বর নয়াদিল্লিতে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করা হয়েছে। মন্ত্রী আগেই জানিয়েছেন তদন্তে সহযোগিতা করবেন তিনি, প্রয়োজনে দিল্লীর ডাকেও সাড়া দিবেন। অন‍্যদিকে সিবিআই সূত্রে খবর, মলয় ঘটকের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তারা পেয়েছে। তার জবাব লিখিতভাবে মন্ত্রীকে জানাতে বলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ