প্রয়াত হলেন শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞান জগতের বিশিষ্ট ব‍্যক্তিত্ব ডঃ বিমলেন্দু মজুমদার

প্রয়াত হলেন শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞান জগতের বিশিষ্ট ব‍্যক্তিত্ব  ডঃ বিমলেন্দু মজুমদার 

ডঃ বিমলেন্দু মজুমদার



প্রয়াত হলেন জলপাইগুড়ি‌র শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞান জগতের বিশিষ্ট ব‍্যক্তিত্ব ডঃ বিমলেন্দু মজুমদার। শুক্রবার ভোরে জলপাইগুড়ি‌র একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি।


মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। জলপাইগুড়ির উজ্জ্বল ব্যক্তিত্বদের মধ্যে অন‍্যতম একজন ছিলেন ডঃ বিমলেন্দু মজুমদার। দীর্ঘদিন তিনি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি ছিলেন উত্তর‌বঙ্গে‌র লোকসংস্কৃতির একজন বিশিষ্ট গবেষক। বিশ্বের প্রাচীন ও ক্ষুদ্রতম জনজাতি টোটো সম্প্রদায়কে নিয়ে‌ও দীর্ঘদিন গবেষণা করে‌ছেন তিনি। এছাড়া একজন সুলেখক ও সাংবাদিক হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন ডঃ বিমলেন্দু মজুমদার।

উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির জীবন, সংস্কৃতি উঠে এসেছে তাঁর রচিত গবেষণা গ্রন্থগুলিতে। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে জলপাইগুড়ি‌র সাহিত্য ও সংস্কৃতি জগতে। জলপাইগুড়ি নাগরিক মঞ্চ থেকে শুরু করে শোক প্রকাশ করেছেন সর্বস্তরের মানুষ।

পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের পক্ষ থেকেও ডঃ বিমলেন্দু মজুমদারের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এদিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ