কয়লা খনিতে ধ্বস, মৃত ১ আহত ২
জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ি এলাকার সাতগ্রাম এরিয়া অন্তর্গত, সাত গ্রাম ইনক্লাইনে কয়লা খনিতে কাজ করতে গিয়ে কয়লার চাল ধসে মৃত্যু হল সওদাগর ভূঁইয়া নামে এক খনি কর্মীর, গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরও দুই খনি কর্মী।
রবিবার সকালে এই ঘটনার খবর সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কয়লা খনির শ্রমিক সংগঠনের সদস্যরা এই ঘটনায় ইসিএল আধিকারিকদের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে সরব হয়।
জানা গেছে আহত দুই খুনি কর্মীকে উদ্ধার করে আসানসোলের কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে সন্দিহান সকলেই।
খনি কর্মীদের দাবি কয়লার চাল ঠিকভাবে মজবুত না থাকায় হঠাৎ ধসে পড়ায় এ ধরনের ঘটনা ঘটেছে। কয়লা খনি শ্রমিকেরা ওই কোলিয়ারির এজেন্ট কার্যালয়ে এজেন্টকে ঘেরাও করে রেখে বিক্ষোভে সামিল হন। তারা এই ঘটনা ঘটার জন্য দায়ী কোলিয়ারি কর্তৃপক্ষ বলে দাবি করেছেন।
জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ি এলাকার সাতগ্রাম এরিয়া অন্তর্গত, সাত গ্রাম ইনক্লাইনে কয়লা খনিতে কাজ করতে গিয়ে কয়লার চাল ধসে মৃত্যু হল সওদাগর ভূঁইয়া নামে এক খনি কর্মীর, গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরও দুই খনি কর্মী pic.twitter.com/qfy5zI3NLO
— SangbadEkalavya (@sangbadekalavya) September 18, 2022
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊