Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC: ববিতা সরকারের পর এবার একাদশ-দ্বাদশে হাইকোর্টের নির্দেশে চাকরি পেতে চলেছেন প্রিয়াঙ্কা সাউ

SSC: ববিতা সরকারের পর এবার একাদশ-দ্বাদশে হাইকোর্টের নির্দেশে চাকরি পেতে চলেছেন প্রিয়াঙ্কা সাউ



Kolkata High Court

ববিতা সরকারের পর এবার একাদশ-দ্বাদশে হাইকোর্টের নির্দেশে চাকরি পেতে চলেছেন প্রিয়াঙ্কা সাউ। ১১ অক্টোবর থেকে ২১ অক্টোবরের মধ্যে কাউন্সেলিং করে সুপারিশপত্র দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রিয়ঙ্কাকে বাড়ির কাছাকাছি ৩টি স্কুল নির্বাচনের সুযোগ দেওয়ার পাশাপাশি ২৮ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র দিতে হবে বলে নির্দেশ হাইকোর্টের।



প্রিয়ঙ্কা সাউ বলেন, "আদালতের এই রায় আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের অনুপ্রাণিত করবে। তাঁরাও আদালতে যাওয়ার সাহস পাবেন, ন্যায়বিচার পাবেন। আমার আবেদন ছিল, আমি একজন ইংরেজি বিষয়ের শিক্ষক পদপ্রার্থী। আমার নাম দুটি ক্যাটেগরিতে ছিল। কিন্তু সেই নাম মহিলা ক্যাটেগরিতে শুধু রাখা হয়। ফলে র‍্যাঙ্ক অনুযায়ী আর আমাকে ডাকা হয়নি। সেই ভিত্তিতেই পিটিশন করেছিলাম।"



এর আগে শিলিগুড়ির বাসিন্দা ববিতা সরকার হাইকোর্টের নির্দেশে চাকরি পেয়েছেন। এবার প্রিয়াঙ্কা সাউকে একাদশ-দ্বাদশে নিয়োগের জন্য এসএসসি-কে নির্দেশ দিয়েছেন বিচারপতির।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code