Latest News

6/recent/ticker-posts

Ad Code

Black Day: আগামীকাল জেলায় জেলায় কালা দিবস পালন করবে বিজেপি

Black Day: আগামীকাল জেলায় জেলায় কালা দিবস পালন করবে বিজেপি

Nabanna Abhijan


আজ নবান্ন অভিযান ঘিরে ব‍্যাপক উত্তেজনা গোটা কলকাতাজুড়ে। পুলিশের সঙ্গে তর্কাতর্কি-বচসা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, লকেট, রাহুল সিনহাদের আটক করে পুলিশ। এই পরিপ্রেক্ষিতে পুলিশের অতিসক্রিয়তার অভিযোগ তুলছে বিজেপি শিবির।




রাজ্য বিজেপি সভাপতির দাবি, তাঁদের আটক নয়, গ্রেপ্তার করা হয়েছে। শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারির প্রতিবাদে হাই কোর্টে দায়ের করা হয়েছে মামলা। এরপরেই হাইকোর্টের হস্তক্ষেপে ছাড়া পান বিজেপি আটক নেতা-নেত্রীরা। আর তারপরেই আগামীকাল জেলাজুড়ে কালা দিবস পালনের ডাক বিজেপির।




আগামিকাল জেলায় জেলায় কালা দিবস পালন করবে বিজেপি। কালো ব্যাজ পড়ে মিছিলে হাঁটবেন নেতা-কর্মীরা। এদিকে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের কাছে নবান্ন অভিযানের রিপোর্ট তলব করেছেন জেপি নাড্ডা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code