West Bengal Primary Board: প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি হলেন গৌতম পাল 

West Bengal Primary Board


সম্প্রতি রাজ্য সরকারকে চাপে ফেলে দিয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের গ্রেফতার। একে একে নিয়োগ দুর্নীতি, গরু পাচার মামলা বেশ চাপে সরকার। নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পরই তাকে মন্ত্রীসভা থেকে সরানোর পাশাপাশি ছেঁটে ফেলেছে দল। গরু পাচার মামলায় অনুব্রতর ক্ষেত্রে এখনও তেমন কোনও বড় পদক্ষেপ না নিলেও মানিক ভট্টাচার্যের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিল রাজ্য।



এর আগেই পর্ষদ ২০ জুন মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। এরপরেই জল্পনা ছিল কে হবেন নতুন পর্ষদ সভাপতি। জল্পনার মাঝেই আজ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য। শুধু পর্ষদ সভাপতিই নয় সরিয়ে দেওয়া হল প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্যদের।



প্রাথমিক শিক্ষা পর্ষদের জন্য ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি তৈরি করলো সরকার। নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অভীক মজুমদাররা এবার প্রাথমিকের পরিচালন ব্যবস্থায়। সাহিত্যিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি সহ রয়েছেন বেশ কিছু অধ্যাপক, শিক্ষাবিদ। এক বছরের মেয়াদ সেই কমিটির।