প্রাথমিক শিক্ষা পর্ষদের জন্য ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি তৈরি করলো সরকার
নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই প্রাথমিকে রদবদল। দুর্নীতিতে বেহাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। স্বয়ং পর্ষদ সভাপতির বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ। ২০ জুন মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। এরপরেই জল্পনা ছিল কে হবেন নতুন পর্ষদ সভাপতি। জল্পনার মাঝেই আজ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য। শুধু পর্ষদ সভাপতিই নয় সরিয়ে দেওয়া হল প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্যদের।
প্রাথমিক শিক্ষা পর্ষদের জন্য ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি তৈরি করলো সরকার। নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অভীক মজুমদাররা এবার প্রাথমিকের পরিচালন ব্যবস্থায়। সাহিত্যিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি সহ রয়েছেন বেশ কিছু অধ্যাপক, শিক্ষাবিদ। এক বছরের মেয়াদ সেই কমিটির।
প্রাথমিকে টেট নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতিতে নাম জড়িয়েছে মানিকের। কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে। তিনি একাধিকবার সিবিআই তদন্তের মুখোমুখি হয়েছেন। গত ১০ অগাস্ট জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ( Manik Bhattacharya ) ফের তলব করে ইডি। সমস্ত নথি নিয়ে তাঁকে ইডি-র দফতরে আসতে বলা হয়। এর আগেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ( ED) জিজ্ঞাসাবাদের মুখোমুখি প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya )।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊