TET: ৮টি প্রশ্ন ভুল টেটে! পর্ষদের জবাব তলব হাইকোর্টের 

High Court, Primary Education
Calcutta High Court


পিছু ছাড়ছে না বিতর্ক। ২০১২, ২০১৪ -র পর এবার ২০১৭ সালের টেটেও প্রশ্ন ভুলের অভিযোগে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। ২০১২ সালের টেটে একটি প্রশ্ন ভুল ছিল। ২০১৪ সালের টেটে অন্তত ৬টি প্রশ্ন ভুল ছিল। ২০১৭-র টেটে ৮টি প্রশ্ন ভুলের অভিযোগ উঠলো। প্রাথমিকের টেট পরীক্ষার প্রশ্নভুল নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তলব করল কলকাতা হাইকোর্ট।



২০১৭ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২১ সালে অনুষ্ঠিত হয় টেট পরীক্ষা। সেই টেটে ৮ টি প্রশ্ন ভুল রয়েছে বলে অভিযোগ। রাজু গাজি নামে এক চাকরি প্রার্থী এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তের অভিযোগ, এবারের প্রশ্নপত্রে বাংলা বিষয়ে দু’টি প্রশ্ন ভুল রয়েছে। অঙ্কের একটি প্রশ্ন, পরিবেশ বিজ্ঞানে একটি প্রশ্ন এবং চাইন্ড ডেভলপমেন্ট অ্যান্ড পেডাগগি বিষয়ে অন্তত ৪টি প্রশ্ন সঠিক নয়।



বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেই মামলার শুনানিতে বিচারপতি প্রাথমিক শিক্ষা পর্ষদকে তলব করল। বিচারপতির নির্দেশ, মামলাকারীকে প্রশ্নগুলি লিপিবদ্ধ করে পর্ষদের কাছে পাঠাতে হবে। পর্ষদ আগামী মঙ্গলবার প্রশ্নগুলি নিয়ে রিপোর্ট আকারে তাদের মতামত জানাবে। ওইদিন ফের শুনানি।