মমতার মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন চার জন


WB Cabinet



আজ রদবদল হল মন্ত্রীসভায়। মমতা মন্ত্রীসভায় একদিকে যেমন সংযোজন ৯ মন্ত্রীর তেমনি বিয়োজন হল ৪ জনের। প্রত‍্যাশামতো মন্ত্রীসভা থেকে বাদ পড়লেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী। তাঁকে সড়ানোর জন‍্য আওয়াজ উঠেছিল সেই মতো সড়ানো হল তাঁকে। পাশাপাশি বাদ পড়লেন আরো তিনজন। মোট চারজন বাদ পড়লেন মন্ত্রীসভা থেকে।


মমতার মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন, হুমায়ুন কবীর সৌমেন মহাপাত্র, রত্না দে নাগ এবং পরেশ অধিকারী।



SSC নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন পরেশ অধিকারী। নিজের মেয়েকে ক্ষমতার বলে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এরপর জল গড়ায় আদালত পর্যন্ত। আদালতের নির্দেশে চাকরি যায় পরেশ কন‍্যা অঙ্কিতার। ফেরত দিতে হয় বেতনও। আওয়াজ উঠতে থাকে তাঁকে সড়ানোর পক্ষে।



এদিকে SSC দুর্নীতি কাণ্ডে ইডির হেফাজতে পার্থ চট্টোপাধ‍্যায়। পার্থ চট্টোপাধ‍্যায়কে মন্ত্রীত্ব থেকে সড়িয়ে দেয় মমতা বন্দোপাধ‍্যায়। এছাড়া প্রয়াত হন সুব্রত মুখোপাধ‍্যায় ও সাধন পাণ্ডে। সেই সব ফাঁকা জায়গা গুলো পূর্ণ করার পাশাপাশি নিজের কাছে থাকা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব ছেড়ে দিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে।