Urvashi Rautela : বিচারক হিসেবে যুক্ত হলেন বলিউড অভিনেত্রী ও মডেল ঊর্বশী রওতেলা

Urvashi Rautela



‘মিস ইউনিভার্স বাহরাইন ২০২২’(Miss Universe Bahrain 2022)-এ বিচারক হিসেবে যুক্ত হলেন বলিউড অভিনেত্রী ও মডেল ঊর্বশী রওতেলা (Urvashi Rautela)। এর মাধ্যমে পারস্য উপসাগরের পশ্চিম অংশের দ্বীপরাষ্ট্রটির সেরা সুন্দরী খুঁজে বের করার মিশনে অংশ নেবেন তিনি।


Urvashi Rautela



বিষয়টি সামাজিকমাধ্যমে জানিয়েছেন ঊর্বশী (Urvashi Rautela) নিজেই। ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela) ‘দক্ষিণ কোরিয়ায় মিস এশিয়ান সুপারমডেল’ ২০১১, ‘মিস ট্যুরিজম কুইন অব দ্য ইয়ার’, ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ ২০১২ ও ‘মিস ডিভা’ ২০১৫ খেতাব জয়ের পর বলিউডে পা রাখেন ।


Urvashi Rautela


এছাড়া ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্বও করেন ২৮ বছর বয়সী এ সুন্দরী। স্বাভাবিক কারণেই ভারতের গণ্ডি পেরিয়ে গেছে তার পরিচিতি। সে সুবাদে এবার ‘মিস ইউনিভার্স বাহরাইন ২০২২’-এর বিচারকের আসনে দেখা যাবে তাকে।