এবছর 513 বছরে পড়লো জলপাইগুড়ি রাজবাড়ী বৈকুন্ঠপুরের মনসা পুজো


maa manasa



এবছর 513 বছরে পড়লো জলপাইগুড়ি রাজবাড়ী বৈকুন্ঠপুরের মনসা পুজো । উত্তরবঙ্গের বিখ্যাত প্রাচীন পুজোগুলোর মধ্যে অন্যতম জলপাইগুড়ি রাজবাড়ীর মনসা পুজো।

পুজোর সাথে সাথে চলে মেলাও। গত দুই বছর করোনার জন্য বন্ধ থাকলেও এবছর মেলার আয়জন করা হয়েছে।

রাজ আমলের এই মনসা পূজায় আগে বলির প্রথা চালু থাকলেও এখন সেই প্রথা বন্ধ । তবে অন্যান্য রাজ ঐতিহ্য মেনেই চলে এই পুজো।

সাথে চলবে পাচদিন ব্যাপী মেলা ও বিষহরির গান।

উত্তরবঙ্গের অনেক জেলা থেকে পুজো ও মেলা দেখতে ভিড় জমান দর্শনার্থীরা। রকমারী দোকানের সম্ভার নিয়ে ইতিমধ্যেই সেজে উঠেছে মেলা প্রাঙ্গন। আরও পড়ুনঃ Durga Puja 2022 : পূজা কমিটির সাথে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, এবছরও কি মিলবে ৫০ হাজার টাকা ! 

রাজপুরোহিত শিবু ঘোষাল বলেন- আমরা বংশ পরম্পরায় রাজবাড়ির মনসা পূজা করে আসছি। এই পূজার বিশেষত্ব এখানে ১৬ তারিখ সন্ধায় মা'কে বরণ করা হয়। ১৭ তারিখ শ্রাবণ সংক্রান্তিতে মাকে পূজা করা হয়। রাজপরিবারের নববধূ পুরোহিতকে বরণ করে নেন।

রাজবাড়ীর গৃহবধু লিন্ডা বসু এই পুজোতে অংশগ্রহণ করেছেন, পুরোহিতকে বরণ সহ অন্যান্য কাজে অংশ নিয়েছেন। লিন্ডা বলেন- তিনি এই পুজোতে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত।