Train Cancelled: ১৪ই আগস্ট পর্যন্ত বাতিল একাধিক ট্রেন, দেখুন তালিকা
দক্ষিণ-পূর্ব-মধ্য রেলের নাগপুর ডিভিশনে কাজ জন্য ১৪ই আগস্ট পর্যন্ত মোট ২০টি দূরপাল্লার ট্রেন বাতিল। শুক্রবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, নাগপুর ডিভিশনের কাজের জন্য বন্ধ থাকবে নিম্নের ট্রেনগুলির চলাচল।
কোন কোন ট্রেন বাতিল থাকছে (Trains Cancelled in West Bengal)?
১২৮৩৪ হাওড়া-আমদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস: আগামী ৮ অগস্ট থেকে আগামী ১৩ অগস্ট পর্যন্ত বাতিল থাকবে।
১২৮৩৩ আমদাবাদ-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: ৮ অগস্ট থেকে ১৩ অগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।
১২১৩০ হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস: ৮ অগস্ট থেকে ১৩ অগস্ট পর্যন্ত বাতিল থাকবে।
১২১২৯ পুণে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস: ৮ অগস্ট থেকে ১৩ অগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।
১২১০১ লোকমান্য তিলক টার্মিনাস-শালিমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস: ৬ অগস্ট, ৮ অগস্ট এবং ৯ অগস্ট ট্রেন বাতিল থাকবে।
১২১০২ শালিমার-লোকমান্য তিলক টার্মিনাস জ্ঞানেশ্বরী এক্সপ্রেস: ৮ অগস্ট, ১০ অগস্ট এবং ১১ অগস্ট ট্রেন বাতিল করা হয়েছে।
১২৭৬৮ সাঁতরাগাছি-হজুর সাহেব নান্দেড় সুপারফাস্ট এক্সপ্রেস: ১০ অগস্ট বাতিল থাকবে।
১২৭৬৭ হজুর সাহেব নান্দেড়-সাঁতরাগাছি সুপারফাস্ট এক্সপ্রেস: ৮ অগস্ট বাতিল থাকবে।
২২৮৯৪ হাওড়া-সাইনগর শিরডি এক্সপ্রেস: ১১ অগস্ট বাতিল করা হয়েছে।
২২৮৯৩ সাইনগর শিরডি-হাওড়া এক্সপ্রেস: ১৩ অগস্ট বাতিল থাকবে।
২২৯০৫ ওখা-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস: ৭ অগস্ট বাতিল করা হয়েছে।
২২৯০৬ শালিমার-ওখা সুপারফাস্ট এক্সপ্রেস: ৯ অগস্ট বাতিল থাকবে।
১২৯০৫ পোরবন্দর-শালিমার এক্সপ্রেস: ১০ অগস্ট এবং ১১ অগস্ট বাতিল করা হয়েছে।
১২৯০৬ শালিমার-পোরবন্দর এক্সপ্রেস: ১২ অগস্ট এবং ১৩ অগস্ট বাতিল থাকবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊