Condom Cafe: কনডোম ক‍্যাফে, যৌনতার উৎসব কনডোম ক‍্যাফেতে, জানুন বিস্তারিত

Condom Cafe
pic source: internet 




ক‍্যাফের কথা শুনেছেন, কিন্তু কখনও কি শুনেছেন কনডোম ক‍্যাফে। থাইল‍্যান্ডের একটি রেস্তোরার নাম কনডোম ক‍্যাফে। শুনতে অবাক লাগছে? জানুন আরো বিস্তারতি।


Condom Cafe



এই কনডোম ক‍্যাফেতে আপনি ফ্রিতেই পেতে পারেন কনডোম। পাশাপাশি পুরো ক‍্যাফেটাই সাজানো কনডোম দিয়ে। রেস্তোরার ঢোকার মুখেই রয়েছে তিনটি মডেল। যাদের পোশাক কনডোম দিয়ে তৈরি।

Condom Cafe




এখানে কনডোম জুস, কনডোম আইসক্রিমের মতো খাবার। যে খাবার গুলো এখানে রয়েছে তার সাথে যোগ করা হয়েছে কনডোম নামটি। আর খাবার খেলেই ফ্রিতে দেওয়া হয় কনডোম।

Condom Cafe



এমনকি রেস্তোরার কর্মীরাও কনডোম ব‍্যবহার করেন। তাঁদের মাথায় কনডোম টুপির মতো করে দেয়া।

Condom Cafe



এমন ভাবনার পিছনে একটি সৎ উদ্দেশ্য রয়েছে। তাঁরা কন্ডোমের মাধ্যমে গোটা বিশ্বের কাছে সেফ সেক্স বা সুরক্ষিত যৌনতার বার্তা পৌঁছে দিতে চান। খাবার খান, কন্ডোম নিন এবং সুরক্ষিত সঙ্গমে মেতে উঠুন।