TMC: দলকে ঢেলে সাজাতে আমূল পরিবর্তন তৃণমূল কংগ্রেসের
দলকে ঢেলে সাজাতে আমূল পরিবর্তন তৃণমূল কংগ্রেস শিবিরে। দলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় রাজ্যের জেলার নতুন সভাপতি ও চেয়ারম্যান নিযুক্ত করলেন। বেশ কয়েকদিন থেকেই জেলা সভাপতি পদে রবদবল করতে চলেছে তৃণমূল কংগ্রেস বলে গুঞ্জন চলছিল তৃণমূল শিবিরে। আর সেই গুঞ্জনেই পড়লো সিলমোহর।
আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে ৩৫টি অর্গানাইজেশনাল জেলার সভাপতি (TMC District President) ও চেয়ারম্যানের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) এই জেলা সভাপতি ও চেয়ারম্যানদের নিযুক্ত করেছেন বলেও তালিকায় জানানো হয়েছে।
কলকাতা উত্তর ও পশ্চিম বর্ধমানের জেলা সভপতিদের নাম ঘোষনা করা হয়নি। পরে ঘোষনা করা হবে বলেই জানানো হয়েছে।
দেখুন তালিকা:
জেলা সভাপতি
১. আলিপুরদুয়ার : প্রকাশ চিক বারিক
২. কোচবিহার : অভিজিৎ দে ভৌমিক
৩. জলপাইগুড়ি : মহুয়া গোপ
৪. দার্জিলিং হিলস : শান্তা ছেত্রী
৫. দার্জিলিং সমতল: পাপিয়া ঘোষ
৬. উত্তর দিনাজপুর : কানহাইয়ালাল আগরওয়াল
৭. দক্ষিন দিনাজপুর: মৃণাল সরকার
৮. মালদা : আব্দুর রহিম বক্সী
৯. জঙ্গিপুর (মুর্শিদাবাদ) : খলিলুর রহমান
১০. বহরমপুর (মুর্শিদাবাদ) : শাওনি সিংহ রায়
১১. নদীয়া উত্তর : কল্লোল খান
১২. নদীয়া দক্ষিন : দেবাশীষ গাঙ্গুলি
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊