Cooch Behar District TMC President: কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি হলেন অভিজিৎ দে ভৌমিক
Cooch Behar District TMC President: কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি হলেন অভিজিৎ দে ভৌমিক (Abhijit Dey Bhowmik)। আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে ৩৫টি অর্গানাইজেশনাল জেলার সভাপতি (TMC District President) ও চেয়ারম্যানের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) এই জেলা সভাপতি ও চেয়ারম্যানদের নিযুক্ত করেছেন বলেও তালিকায় জানানো হয়েছে।
কোচবিহার জেলার নতুন জেলা সভাপতি হলেন অভিজিৎ দে ভৌমিক এবং নতুন চেয়ারম্যান হলেন গ্রীরেন্দ্রনাথ বর্মন। এই খবরে খুশির হাওয়া অভিজিৎ দে ভৌমিকের এলাকায়।
বেশ কয়েকদিন থেকেই জেলা সভাপতি পদে রবদবল করতে চলেছে তৃণমূল কংগ্রেস বলে গুঞ্জন চলছিল তৃণমূল শিবিরে। আর সেই গুঞ্জনেই পড়লো সিলমোহর।
এতদিন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি ছিলেন পার্থ প্রতিম রায়। এদিন নয়া জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নাম প্রকাশ্যে আশার পরেই নিজের সোশ্যাল মিডিয়ায় পার্থ প্রতিম রায় দলের সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি লেখেন, দলের সিদ্ধান্ত শিরোধার্য।। আমি দলের বিশ্বস্ত কর্মী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊