রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জির ইস্তফা দেওয়ার ঘোষণা- ব্যাপক চাঞ্চল্য রাজ্যরাজনীতিতে


বিশ্বজিৎ চ্যাটার্জি



রামকৃষ্ণ চ্যাটার্জী: কুলটি:-

রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জির সামাজিক মাধ্যমে দলের সমস্ত রকম পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷




সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বর্তমানে যে ভাবে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি সহ বাম ডান সমস্ত রাজনৈতিক দলগুলি ষড়যন্ত্র করে বিরোধীতায় নেমেছে, তার প্রতিবাদ হিসাবে তিনি দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ কারণ দলের দুঃসময়ে তিনি পদ আঁকড়ে পড়ে থাকতে চাননি ৷ দলের একনিষ্ঠ কর্মী হিসাবেই কাজ করতে চান ৷ তাছাড়া তার পদ নিয়ে আগামীদিনে যেন কোনো বিতর্ক সৃষ্টি না হয়, সেই জন্যেই তিনি সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন, ভবিষ্যতে যদি তিনি নিজে কোনো চক্রান্তের স্বীকার হয়ে থাকেন,তার জন্যে দল ও নেতা অভিষেক ব্যানার্জি কোনো ভাবেই দায়ী নয় ৷

বিশ্বজিৎ চ্যাটার্জির ফেসবুক পোস্ট




এই প্রসঙ্গে জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জল চ্যাটার্জী বলেন এই প্রসঙ্গে তার কিছু জানা নেই,তবে যদি কোনো অসুবিধা থাকে তাহলে সবার সাথে আলোচনা করা উচিত। দল ও পদ ছাড়া উচিত নয়।

যদিও বিশ্বজিৎ চ্যাটার্জির এই পদত্যাগ সম্পর্কে স্থানীয় বিজেপি নেতা টিঙ্কু ভার্মা জানিয়েছেন, তৃণমূল দলটিতে কে কখন কোন পদে এল বা পদত্যাগ করলো তা শুধু সামাজিক মাধ্যমগুলি থেকেই জানা যায় ৷ বাস্তবে তাদের আর কোনো জনভিত্তি নেই ৷ তাই তাদের এই বিষয়ে কোনো মাথা ব্যাথা নেই ৷ তবে এই বিষয়টি তৃণমূলের অভ্যন্তরের বিষয় ৷ তাদের আভ্যন্তরিন রাজনীতি সম্পর্কে তার কোনো মতামত পোষণের ইচ্ছে নেই ৷ আরও পড়ুনঃ Durga Puja 2022 : পূজা কমিটির সাথে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, এবছরও কি মিলবে ৫০ হাজার টাকা !