Durga Puja 2022 : 1 সেপ্টেম্বর এই বছরের দুর্গাপূজার শোভাযাত্রা


durga maa and her family


কলকাতা: ইউনেস্কোর দ্বারা দুর্গাপূজাকে বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্ত করার আনন্দে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 1 সেপ্টেম্বর এই বছরের দুর্গাপূজার শোভাযাত্রাকে সামনে রেখে রাজ্যের সমস্ত পূজা কমিটির সাথে বৈঠক করবেন। 


22শে আগস্ট বিকাল 4টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে। কলকাতার 2706 টি পূজা কমিটির প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন। একই সময়ে, রাজ্যের বাকি জেলাগুলি থেকে প্রায় 32,000 পুজো কমিটিরর আধিকারিকদের জড়িত করা হবে। মুখ্যমন্ত্রী সবাইকে সরাসরি বার্তা দেবেন। 



গতবার পূজা কমিটিগুলোকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী এদিন এই বিষয়েও ঘোষণা দিতে পারেন। তবে বর্তমানে রাজ্যে যে আর্থিক সঙ্কট রয়েছে তাতে করে কতগুলো ক্লাবকে এবছর কি পরিমাণ আর্থিক অনুদান দিতে পারবে রাজ্য সে বিষয়ে পরিষ্কার হবে আগামী বৈঠকে। 



বাংলার দুর্গা পূজা (Durga Puja 2022) বিশ্বের অন্যতম সেরা উৎসবের স্বীকৃতি অর্জন করেছে। এটি ইউনেস্কোর বর্তমান ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটি উদযাপনের জন্য 1 সেপ্টেম্বর ধর্মতলায় একটি বিশাল মিছিল বের করা হবে। যাতে বিভিন্ন পূজা কমিটি, এবং ইউনেস্কোর সদস্যরা অংশ নেবেন। 


জেলায় জেলায়ও চলবে সংবর্ধনা অনুষ্ঠান। এর আগে, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসরণ করে, রাজ্যের তথ্য সংস্কৃতি সচিব শান্তনু বসু এবং এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম সমস্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারদের সাথে ভিডিও মিটিং করেছেন। নবান্ন সূত্রে খবর, 22শে আগস্ট মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলার ব্লক এবং পৌর স্তরের পুজো কমিটিগুলির সাথে একটি ভার্চুয়াল বৈঠকও করবেন।



উল্লেখ্য, প্রতিবারই পুজো নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই বৈঠক এতদিন কলকাতার পুজোতেই সীমাবদ্ধ ছিল। এ বার রাজ্যের সব পুজোর সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী। এ কারণে আয়োজকদের মধ্যেও সৃষ্টি হয়েছে ভিন্ন উদ্দীপনা। এদিকে গত বছর ইউনেস্কোর আধুনিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে বাংলার দুর্গাপূজা। এর আগে পুরুলিয়ার ছৌ নাচও এই তালিকায় জায়গা পেয়েছে।


এলাহাবাদের কুম্ভ মেলা, পাঞ্জাবের গম উৎসব, মণিপুরের সংকীর্তন সহ বারোটি উৎসবের ঐতিহ্য ইতিমধ্যেই ভারতের বাকি অংশ থেকে স্বীকৃত হয়েছে। কিন্তু দুর্গাপূজা তার পরিধিতে, সর্বজনীনতায় শ্রেষ্ঠতম। এই বিষয়টি মাথায় রেখে উত্তর কলকাতার একটি কমিটিও আয়োজন করেছে মাতৃবন্দনা। 


এই বিষয়কে সামনে রেখে দুর্গাপূজার আগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শহরের তিনটি অংশ থেকে শোভাযাত্রা বের হবে এবং ধর্মতলায় একটি মেগা উদযাপন হবে। ১ সেপ্টেম্বর পুজো মিছিলে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।