হট সুডৌল স্তন, মিষ্টি হাসি আর সুন্দর ব্যবহার থাকলেই মিলবে চাকরি, বিজ্ঞাপনে তুমুল বিতর্ক নেটদুনিয়ায়
![]() |
pic: internet |
বিজ্ঞাপন মানেই দাবি দাওয়ার নিবারণ। বিজ্ঞাপনের হাত ধরেই ফুটে ওঠে সব রকম চাওয়া পাওয়া। নিউজিল্যান্ডের একটি পানশালার চাকরি সংক্রান্ত বিজ্ঞাপন যা আপনাকে অবাক করে দেবে। নিউজিল্যান্ডের একটি পানশালা আংশিক সময়ের একজন কর্মীর খোঁজে বিজ্ঞাপন দিয়েছে। স্বাভাবিকভাবেই সেই বিজ্ঞাপনে কর্মীর কী কী যোগ্যতা থাকা আবশ্যিক তা উল্লেখ করারই কথা। সেই যোগ্যতা ঘিরেই এখন আলোচনার কেন্দ্র।
সাধারণত কোন নিয়োগের ক্ষেত্রে তাঁর শিক্ষাগত যোগ্যতা, কর্মক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা এবং কর্মদক্ষতার ভিত্তিতেই নিয়োগ হয় কিন্তু নিউজিল্যান্ডের এই পানশালার বিজ্ঞাপনে যেসব বৈশিষ্ট্য চাওয়া হয়েছে, তাতে শিক্ষাগত কি পেশাগত যোগ্যতার কোনোরকম আভাস মাত্র নেই। বরং কেবলমাত্র তাঁর শারীরিক গঠন, এককথায় যৌন আবেদনের দিকটিকেই এখানে যোগ্যতার মাপকাঠি বলে ধরা হয়েছে।
স্পষ্ট বলা হয়েছে, সুডৌল স্তন, মিষ্টি হাসি আর সুন্দর ব্যবহার- এই তিনটি বৈশিষ্ট্যই কাম্য। শুধু তাই নয় স্তনের মাপ পর্যন্ত উল্লেখ করা হয়েছে বিজ্ঞাপনে। বিজ্ঞাপনের ভাষা থেকে এ কথা স্পষ্টই বোঝা যাচ্ছে যে মূলত মেয়েদেরকেই এই চাকরিতে অগ্রাধিকার দিতে চায় সংস্থাটি। তবে নারী ক্ষমতায়নে নয় বরং নারীর যৌন আবেদনময়ী রুপে ব্যবসায়িক লাভের ক্ষেত্রের বিষয়টি দেখা হয়েছে। যৌন আবেদনময়ী কোনও মহিলাকে রেখে পরোক্ষে পানশালার আকর্ষণ বাড়িয়ে তোলাই সংস্থাটির লক্ষ্য।
স্বাভাবিকভাবেই এই বিজ্ঞাপন ভাইরাল নেট পাড়ায়। ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। পেশাগত যোগ্যতা না দেখে নারীর যৌন আবেদনকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। শারীরিক সৌন্দর্যের গতে বাঁধা মাপকাঠি ছাপিয়ে মানবিক সৌন্দর্যের অভিমুখে পৌঁছনোই লক্ষ্য হওয়া উচিত, এহেন শরীরসর্বস্বতার বিজ্ঞাপন সেই লক্ষ্যকে আরও দূরে ঠেলে দিচ্ছে- এমনটাই মত নেটিজেনদের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊