Anubrata Mandal: বোলপুরের ভোলে ব্যোম রাইস মিলের গ্যারাজে একাধিক দামি গাড়ি

CBI RAIDS




বোলপুরের ভোলে ব্যোম রাইস মিলের গ্যারাজে খোঁজ মিলল একাধিক দামি গাড়ি। ওই রাইস মিলের গ্যারাজ থেকে এমন গাড়ি মিলেছে, যা অনুব্রত মণ্ডলকে ব্য়বহার করতে দেখা গিয়েছে। কিন্তু একটি গাড়িও অনুব্রত মণ্ডলের নামে নয় এমনটাই জানা যাচ্ছে। গাড়িগুলিতে নাকি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো এমনটাই খবর।




যে গাড়ি গুলি পাওয়া গেছে-

WB 54U 6666 নম্বরের ফোর্ড এন্ডেভার গাড়িটি প্রবীর মণ্ডলের নামে।

WB 54Z 4176 নম্বরের এসইউভি সতীর্থ চ্যারিটেবল ট্রাস্টের নামে।

গ্যারাজে পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো এসইউভি।

WB 54U 6666 নম্বরের গাড়িতেই ৭ অগাস্ট চিনার পার্কে এসেছিলেন অনুব্রত।

WB 54U 6666 নম্বরের ‘ফোর্ড এন্ডেভার’ ভোলে ব্যোম রাইস মিলের।

WB 54Z 4176 নম্বরের এসইউভি-ও ভোলে ব্যোম রাইস মিলের। এই গাড়িতেই এসএসকেএমে এসেছিলেন বীরভূম তৃণমূলের সভাপতি।

WB54W 9555 গাড়িটিও অনুব্রত মণ্ডলের নামে নয়



এদিক সকাল থেকেই মিলের সামনে ঘোরাঘুরি করে সিবিআই আধিকারিকরা। কখনও এই গেট, কখনও আবার অন্য গেট। ক্রমাগত চেষ্টা করেও বোলপুরের ভোলে ব্য়োম রাইস মিলে ঢুকতে পারছিলেন না সিবিআইয়ের তদন্তকারীরা। তারপর প্রায় ৪০ মিনিট পরে মিলের কর্মীরা আসেন। চাবি ছিল না, চাবি এনে তারপর গেট খোলা হয়, দাবি নিরাপত্তাকর্মীর। রাইস মিলের অফিসে এবং আরও একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু জায়গায় মিলেছে বাইক ও সাইকেল, মিলেছে কয়েকটি গাড়ি। 


ইতিমধ্যেই গরুপাচার মামলায় গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। আগেই গ্রেফতার হয়েছেন তাঁর দেহরক্ষী সায়গলও। তাঁদের সম্পত্তির দিকেও নজর দিয়েছে সিবিআই। অনুব্রত মণ্ডলকে জেরা করে ফ্রিজ করা হয়েছে প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট।