11 august পালিত হবে এবছরের রাখী উৎসব 

two women with rakhi




শ্রাবণের শেষ পূর্ণিমা তিথিতে পালিত হয়ে আসা রাখী উৎসব বর্তমানে বোন বা দিদি দাদা বা ভাই কে রাখী পরিয়েই শুধু পালিত হয় না, সম্প্রীতির স্মারক হিসাবেও রাখী উৎসব পালিত হয়। আর এই রাখী উৎসবে সবথেকে প্রয়োজনীয় উপাদান হচ্ছে রাখী। বাজারে বিভিন্ন ধরণের রাখী পাওয়া যায়। তবে এবছর রাখীর বাজার মাতাচ্ছে ত্রিরঙ্গা রাখী এবং ফোফট রাখী।


রাখী বন্ধন উৎসবকে সামনে রেখে ফোফদ রাখি ও ত্রিরঙ্গা রাখি কেনার ভিড় রাখীর বাজারে। ছোট বড় সকলেই কিনছে এই নতুন ডিজাইনের রাখিগুলো। যার দাম ৩০টাকা থেকে শুরু।


দুই বছর করোনার জন্য রাখির উৎসব তেমনভাবে হয়নি। ফলে এই বছর বাজারে রাখীর কেনাকেটায় অনেকটাই ভিড় দেখা যাচ্ছে।


রাখির বাজারের এক রাখী বিক্রেতা সোনালি ঝা বলেছেন- আশাকরছি এবছর রাখী বিক্রি ভালো হবে। সামনে স্বাধীনতা দিবস রয়েছে। যার জন্য ত্রিরঙ্গা রাখীর বিক্রিও বেশি হচ্ছে।


এই বছর ফোফট রাখি যা বিভিন্ন ধরনের শব্দ করে অন্য দিকে ত্রিরঙ্গা রাখী যা জাতীয় পতাকার তিন রঙ দিয়ে তৈরি রাখী, সাথে নানান রকমের আলো জ্বলছে। আর তাই ছোটদের কাছে এই দুই রাখী এবার আকর্ষনের কেন্দ্র হয়ে উঠেছে।