Latest News

6/recent/ticker-posts

Ad Code

জল্পেশকাণ্ডে মৃত ও আহতদের জন‍্য আর্থিক সাহায‍্যের ঘোষনা কেন্দ্রের

জল্পেশকাণ্ডে মৃত ও আহতদের জন‍্য আর্থিক সাহায‍্যের ঘোষনা কেন্দ্রের


Jalpesh Accident




কোচবিহারে মর্মান্তিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত পুণ্যার্থীদের পরিবারকে আর্থিক সাহায্য করছে কেন্দ্র। কোচবিহারের শীতলকুচির এলাকার বাসিন্দা জল্পেশ যাওয়ার পথে চ‍্যাংরাবান্ধায় পিকভ‍্যান শক হয়ে মৃত হয় ১০ জনের পাশাপাশি আহত ১৬ জন বলেই খবর। এই মর্মান্তিক ঘটনায় মৃত পুণ্যার্থীদের পরিবারকে আর্থিক সাহায্য করছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর অফিসের (PMO Office) পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে সেখবর।




প্রধানমন্ত্রী দপ্তরের অফিস থেকে জানানো হয়েছে, প্রাইম মিনিস্টান ন্যাশনাল রিলিফ ফান্ড (PMNRF) থেকে মৃত পুণ্যার্থীদের নিকট আত্মীয়দের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ঘটনায় আহতদের পরিবারপিছু দেওয়া হবে ৫০ হাজার টাকা দেওয়া হবে বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।




এই মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, 'পশ্চিমবঙ্গের শীতলকুচিতে ভ্যানে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা রাখি আহতদের দ্রুত সুস্থ হয়ে উঠবেন।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code