দশজনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আবারো এক মৃতদেহ উদ্ধার জল্পেশে


people on the site of river




মধুসূদন রায়, ময়নাগুড়িঃ আবারও মৃত্যুর ঘটনা জল্পেশে আসা পুন্যার্থীর । এবার নদীতে স্নান করতে নেমে মৃত্যুর ঘটনা ঘটে ।

উল্লেখ্য গত রবিবার গভীর রাতে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের শিবতীর্থ বাবা জল্পেশ ধামে ডিজে বাজিয়ে খোশ মেজাজে পূজা দিতে আসছিলেন কোচবিহার জেলার শীতলকুচি এলাকার ২৭ জন পুণ্যার্থী ।

কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা এলাকায় গাড়িতে ডিজে বাজানোর জেনারেটার থেকে শর্টসার্কিট হওয়ার কারনে মর্মান্তিক মৃত্যু হয় ১০ জনের । গুরুতর আহতরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি । জানা গেছে, কোচবিহার জেলার শীতলকুচি ব্লক থেকে ২৭ জন পুণ্যার্থী ময়নাগুড়ি ব্লকের জল্পেশে বাবা শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে একটি পিকআপ ভ্যানে চেপে আসছিলেন । সেই সময় রবিবার গভীর রাতে চ্যাংরাবান্ধার ধরলা সেতু পার হলে জেনারেটর থেকে সেই পিকআপ ভ্যান গাড়িতে শর্ট সার্কিট হয় । ফলে মৃত্যু হয় ১০ জনের । জানা গেছে, মৃতদের প্রত্যেকের বাড়ি শীতলকুচি এলাকায় ।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো জল্পেশ সংলগ্ন এলাকায় ।

জানা গেছে, জল্পেশ গেনার বাড়ি এলাকায় এদিন এক পুণ্যার্থীর মৃতদেহ উদ্ধার হয় । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে । স্থানীয়দের অনুমান, জল্পেশ মেলার মাঠের ধার দিয়ে বয়ে চলা জর্দা নদীতে স্নান করতে নেমে এই ঘটনা ঘটে । অনেকে আবার মনে করছেন ব্রিজ থেকে পড়ে মৃত্যু হয়েছে সেই পুণ্যার্থীর ।

ঘটনার খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায় । খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ । পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে । পাশাপাশি জানা গেছে, এখনো পর্যন্ত শ্রাবণী মেলা থেকে বেশ কয়েকটি নিখোঁজ সংক্রান্ত অভিযোগ থানায় জমা পড়েছে ।