Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking : দশজনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আবারো এক মৃতদেহ উদ্ধার জল্পেশে

দশজনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আবারো এক মৃতদেহ উদ্ধার জল্পেশে


people on the site of river




মধুসূদন রায়, ময়নাগুড়িঃ আবারও মৃত্যুর ঘটনা জল্পেশে আসা পুন্যার্থীর । এবার নদীতে স্নান করতে নেমে মৃত্যুর ঘটনা ঘটে ।

উল্লেখ্য গত রবিবার গভীর রাতে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের শিবতীর্থ বাবা জল্পেশ ধামে ডিজে বাজিয়ে খোশ মেজাজে পূজা দিতে আসছিলেন কোচবিহার জেলার শীতলকুচি এলাকার ২৭ জন পুণ্যার্থী ।

কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা এলাকায় গাড়িতে ডিজে বাজানোর জেনারেটার থেকে শর্টসার্কিট হওয়ার কারনে মর্মান্তিক মৃত্যু হয় ১০ জনের । গুরুতর আহতরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি । জানা গেছে, কোচবিহার জেলার শীতলকুচি ব্লক থেকে ২৭ জন পুণ্যার্থী ময়নাগুড়ি ব্লকের জল্পেশে বাবা শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে একটি পিকআপ ভ্যানে চেপে আসছিলেন । সেই সময় রবিবার গভীর রাতে চ্যাংরাবান্ধার ধরলা সেতু পার হলে জেনারেটর থেকে সেই পিকআপ ভ্যান গাড়িতে শর্ট সার্কিট হয় । ফলে মৃত্যু হয় ১০ জনের । জানা গেছে, মৃতদের প্রত্যেকের বাড়ি শীতলকুচি এলাকায় ।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো জল্পেশ সংলগ্ন এলাকায় ।

জানা গেছে, জল্পেশ গেনার বাড়ি এলাকায় এদিন এক পুণ্যার্থীর মৃতদেহ উদ্ধার হয় । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে । স্থানীয়দের অনুমান, জল্পেশ মেলার মাঠের ধার দিয়ে বয়ে চলা জর্দা নদীতে স্নান করতে নেমে এই ঘটনা ঘটে । অনেকে আবার মনে করছেন ব্রিজ থেকে পড়ে মৃত্যু হয়েছে সেই পুণ্যার্থীর ।

ঘটনার খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায় । খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ । পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে । পাশাপাশি জানা গেছে, এখনো পর্যন্ত শ্রাবণী মেলা থেকে বেশ কয়েকটি নিখোঁজ সংক্রান্ত অভিযোগ থানায় জমা পড়েছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code