Pradhan Mantri Awas Yojana Gramin
কেন্দ্র এবং রাজ্যে সাধারণ মানুষদের জন্য বিভিন্ন প্রকল্প চালু রয়েছে। খাদ্য, বস্ত্রের মতন বাসস্থানও মৌলিক অধিকার। আর তাই সাধারণ মানুষদের সরকারিভাবে গৃহনির্মান করে দেওয়া হয়। এমনই একটি প্রকল্প Pradhan Mantri Awas Yojana Gramin । এই এই প্রকল্পের আওতায় সকলের জন্য পাকা ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ (Pradhan Mantri Awas Yojana Gramin) এর সুবিধা পেতে গেলে আপনাকে অনলাইন কিংবা অফলাইনে আবেদন করতে হবে। এই প্রকল্পের আওতায় সমতল এলাকার সুবিধা ভোগীরা পেয়ে থাকেন 1,20,000 টাকা এবং পার্বত্য রাজ্যে 1,30,000 টাকা করে সরাসরি অ্যাকাউন্টে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা এর টাকা ৩ টি কিস্তিতে আবেদনকারীর অ্যাকাউন্টে চলে আসে। প্রথম কিস্তি ৬০ হাজার টাকা, দ্বিতীয় কিস্তি ৫০ হাজার টাকা ও তৃতীয় কিস্তি ১০/২০ হাজার টাকা।
১) প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর Awaassoft এ ক্লিক করুন।
৩) এরপর Data Entry তে ক্লিক করে এগিয়ে যান।
৪) পরবর্তী পেজে লগইন এ ক্লিক করুন ও কোন সালের আবেদন করতে চান তা সিলেক্ট করে আইডি পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগইন করুন।
৫) এরপর নাম,ঠিকানা, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, ব্যাঙ্ক একাউন্ট নাম্বার ইত্যাদি বসিয়ে ও আপলোড করে আবেদন করুন।
PM Awas Yojana Gramin Online Apply Link:-https://pmayg.nic.in/netiay/home.aspx
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊