Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি খুঁজতে পাহাড়পুর অঞ্চলে সার্ভে VRP দের হাতে

প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি খুঁজতে পাহাড়পুর অঞ্চলে সার্ভে VRP দের হাতে

vrp


জলপাইগুড়িঃ

প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি খুঁজতে পাহাড়পুর অঞ্চলে সার্ভে এবার ভি আর পি (VRP) দের হাতে।

সম্প্রতি আশা এবং আই সি ডি এস (ICDS) কর্মীদের গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার সঠিক উপভোক্তাকে খুঁজে বার করার দায়িত্ব দিয়ে ছিলো জেলা প্রশাসন। তবে এই নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের একটি অংশের মধ্যে থেকে গ্রামে গ্রামে আশা কর্মীদের এই কাজে বাধা দেবার অভিযোগে উত্তাল রাজ্য।

এবার জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ন্যায্যে উপভোক্তাদের চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হলো ভিলেজ রিসোর্স পার্সনদের (VRP) হাতে।

এই প্রসঙ্গে পাহাড়পুর অঞ্চলের ভি আর পি প্রিয়া রথ অবশ্য আশা এবং আই সি ডি এস কর্মীদের ওপর অভিযোগের তীর ছুড়ে বলেন, ওনারা বলছেন আমরাদের কাজ নাকি সঠিক এবং দুর্নীতিমুক্ত হচ্ছে না, এমন অবস্থায় তাহলে আমাদের পক্ষেও প্রধানমন্ত্রী আবাস যোজনার সঠিক উপভোক্তাদের খুঁজে বার করার কাজ বন্ধ করে দিতে হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code