নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ‍্যায়কে (Partha Chaterjee) জুতো ছুড়ে মারলো এক মহিলা


partha




নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ‍্যায়কে (Partha Chaterjee) জুতো ছুড়ে মারলো এক মহিলা। প্রতিদিনের থেকেও আজ বেশি নিরাপত্তা বেষ্টনীর মধ‍্য দিয়ে জোকা ESI-এ শারিরীক পরীক্ষা করাতে নিয়ে আসে ইডি। আর সেখানেই ঘটল এই ঘটনা। ক্ষোভ উগরে দিতে পার্থর দিকে জুতো মারলেন এক মহিলা।




জোকা ইএসআই (ESI )থেকে নিয়মমাফিক মেডিক্যাল টেস্ট সেরে বেরোচ্ছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee ) হুইল চেয়ারে চড়ে। চারিপাশ ঘিরে ছিলেন কেন্দ্রীয় জওয়ানরা। নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই পার্থর দিকে জুতো ছুড়লেন। আর তারপর ক্ষোভ উগড়ে দিলেন সেই মহিলা।




শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে কোটি-কোটি টাকার কেলেঙ্কারি নিয়ে রাগে ফেটে পড়েন ওই মহিলা। তিনি বলেন, ‘আমি ওঁকে জুতো মারতে এসেছি ... মেরে খালি পায়ে ঘরে যাচ্ছি। গরিব মানুষের টাকা নিয়ে ফ্ল্যাট কিনেছেন। ওঁকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে আসবেন’ ।




এই ঘটনার পরেই তড়িঘড়ি ঘটনাস্থল থেকে সড়িয়ে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ‍্যায়কে।




আদালতের নির্দেশে ৪৮ ঘণ্টা পর, আজ মঙ্গলবার ফের জোকা ESI হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিক্যাল টেস্ট করা হয়।