BIS Care App : হলমার্কিং জুয়েলারির যাচাই বাড়িতে বসে মিনিটের মধ্যে
সোনা বিনিয়োগ সাধারণ মধ্যবিত্তের কাছে করার একটি সবচেয়ে জনপ্রিয় বিকল্প ৷ কিন্তু অনেক সময়ই দেখা গিয়েছে যে বহু টাকা দিয়ে সোনা কিনে পরে সেটি বিক্রি করতে গিয়ে জানতে পেরেছেন যে সোনায় খাদের পরিমাণ অনেকটাই বেশি ৷
এরফলে আমজনতাকে, স্বাভাবিক ভাবেই বহু টাকার লোকসানের মুখে পড়তে হয়েছে। সাধারণ মানুষকে প্রতারণা থেকে বাঁচাতে সরকার এবার সোনার শুদ্ধতা যাচাই করার জন্য হলমার্কিং বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷
তবে বিপুল সংখ্যক মানুষ এখনও এই বিষয়ে সচেতন না হওয়ায় একাধিকবার সোনা কিনে ফেলছেন যার শুদ্ধতা অনেকটাই কম ৷ এর জেরেই সকলের সুবিধার্থে এবার Bureau of Indian Standards-BIS কেয়ার অ্যাপ নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে যা হলমার্ক জুয়েলারি যাচাই শীঘ্রই করে দেয়৷
এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সহজেই যে কোনও জিনিসের হলমার্কিং বা ISI মার্ক যাচাই করতে পারবেন ৷ শুধু তাই নয়, পণ্যের মান বা নির্ভরযোগ্যতা নিয়ে গ্রাহকদের কোনও সন্দেহ বা সংশয় থাকলে অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন।
মানি কন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী, BIS Care App নামে একটি অ্যাপ্লিকেশন Play Store থেকে ডাউনলোড করা যেতে পারে ৷ এর মাধ্যমে হলমার্কিং জুয়েলারির যাচাই বাড়িতে বসে মিনিটের মধ্যে করতে পারবেন ৷ বিআইএস কেয়ার অ্যাপ ব্যবহার করার জন্য সবার আগে আপনাকে নিজের স্মার্টফোনে ডাউনলোড করতে হবে ৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊