Latest News

6/recent/ticker-posts

Ad Code

Cow Smuggling Case: অনুব্রত মণ্ডলকে ফের তলব CBI-র

Cow Smuggling Case: অনুব্রত মণ্ডলকে ফের তলব CBI-র


Anubrata Mandal



অনুব্রতকে ফের গরু পাচার কাণ্ডে তলব করলো সিবিআই।বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে আগামীকাল সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে ( Nizam Palace ) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।


SSKM’এ শারীরিক পরীক্ষার কথা বলে, সোমবার CBI’এর হাজিরা এড়ান অনুব্রত মণ্ডল। SSKM -এ গেলেও ভর্তি নেয়নি অনুব্রতকে। এরপর ফের আগামীকাল তলব করা হল অনুব্রতকে। 


জানা যাচ্ছে, তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে বুধবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বোলপুরে অনুব্রতর বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছেন সিবিআই অফিসাররা। কিন্তু সেই সঙ্গে সঙ্গেই তাঁর বাড়িতে, পৌঁছে যান বোলপুরের চিকিৎসক। 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code