Latest News

6/recent/ticker-posts

Ad Code

Udayan Guha : ভেটাগুড়িতে মিলন কাপ উদ্বোধনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ

ভেটাগুড়িতে মিলন কাপ উদ্বোধনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ

udayan guha



নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য:

আজ কোচবিহার জেলার ভেটাগুড়িতে মিলন সংঘ ও পাঠাগারের পরিচালনায় স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারেও চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। এই খেলার উদ্বোধন করেন উত্তর বঙ্গের উন্নয়ন মন্ত্রী মাননীয় উদয়ন গুহ মহাশয়। এদিন মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে তিনি এই খেলার শুভ সূচনা করেন।

এদিনের এই খেলায় অংশ নেয় ভেটাগুড়ি সাউথ কর্নার, বামনহাট যুব সংঘ, ভেটাগুড়ি বোরোডাঙা নবজাগরণ সংঘ ও মহিষকুচি বাকলা ফুটবল দল। চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বামনহাট যুব সংঘ বনাম মহিষকুচি বাকলা ফুটবল দল। পরিশেষে ট্রাইবেকারে বামনহাট যুব সংঘ ৩/২ গোলে জয় লাভ করে। টান টান উত্তেজনা পূর্ণ ফুটবল খেলা দেখতে দর্শকের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code