বিজেপির সঙ্গে কাজ করা মুশকিল হয়ে পড়ছিল- বিস্ফোরক নীতীশ কুমার
আজ বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। বিদায়ী মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর দলের সব সাংসদ এবং বিধায়ক একযোগে এনডিএ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রথম বিহার সংকট নিয়ে সরকারিভাবে মুখ খুললেন তিনি। নীতীশ পদত্যাগ করার সাথে সাথে গোটা মন্ত্রিসভা ভেঙে গেল।
এই মন্ত্রিসভায় ১৬ জন বিজেপির (BJP) মন্ত্রীও ছিলেন, তাঁরাও পদ হারালেন। বিজেপির তরফে এ নিয়ে এখনও সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হলেন নীতীশ। "বিজেপির সঙ্গে কাজ করা মুশকিল হয়ে পড়ছিল।" মন্তব্য করেন।
বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে নীতীশের ইস্তফা মানেই বিজেপির হাত ছাড়লো জেডিইউ। ফলে রাজনৈতিক মহলে নয়া গুঞ্জন। তবে এবার লালু-নীতীশের জোট সরকার গড়বে বিহারে? দেখার কি ঘটে।মঙ্গলবার রাজ্যপাল ফাগু চৌহানের কাছে নিজের ইস্তফাপত্র দিয়ে দিয়েছেন নীতীশ। যার অর্থ বিহারে সরকারিভাবে এনডিএ (NDA) জমানার অবসান ঘটল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊