‘It’s a minor Issue’, ‘অনেকেই এরকম স্কুলে না গিয়ে বেতন নেন।'- সৌগত রায়
গরু পাচার কান্ডে অনুব্রত মন্ডলকে CBI গ্রেফতারির পর বিতর্ক দানা বেধেছে অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলকে নিয়েও। অভিযোগ তিনি স্কুলে না গিয়েও বেতন নিচ্ছিলেন, এমনকি সই করানোর জন্য বাড়িতেই আসতো রেজিস্টার খাতা। আর এই বিতর্কের মাঝেই আরো এক বিতর্ক দানা বেধেছে তৃণমূল সাংসদ অধ্যাপক সৌগত রায়ের বক্তব্য ঘিরে।
এক টেলিভিশন সাক্ষাৎকারে সৌগত রায় দাবি করেন, ‘It’s a minor Issue’ তাঁর মতে, ‘অনেকেই এরকম স্কুলে না গিয়ে বেতন নেন।'
তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘স্কুলে না গিয়ে শিক্ষক যদি বেতন পেয়ে থাকে, তা অন্যায়। সরকার ব্যবস্থা নিক। কিন্তু, এটা মাইনর ঘটনা।' একইসঙ্গে তিনি দাবি করেন, ‘এমনিতেই যারা অনুব্রতের মেয়ে নয়, তারাও স্কুলে যায় না। এ আর নতুন কি? আমি মনে করি এটা তুচ্ছ ঘটনা- ট্রাইফেলিং ম্যাটার (trifling matter)। Should not be taken seriously at all।‘
কলকাতার আশুতোষ কলেজের অবসরপ্রাপ্ত পদার্থবিদ্যার অধ্যাপকের মুখেই অনুব্রত কন্যা প্রসঙ্গে এরূপ মন্তব্যে শোরগোল পড়ে গেছে রাজ্যের শিক্ষক মহলে। স্যোসাল মিডিয়া জুড়ে সৌগত রায়ের মন্তব্যের তীব্র বিরোধিতা করতে দেখা গেছে।
এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ছিঃ... নিজেদের ব্যর্থতা আড়াল করতে গিয়ে সৌগত রায় বাবু যেভাবে প্রাথমিক শিক্ষকদের অনুব্রত মণ্ডলের কন্যার সঙ্গে এক আসনে বসালেন তাকে ধিক্কার জানানোর ভাষা আমাদের জানা নেই। ছিঃ...।’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊