জল্পেশ কাণ্ডে নিহতদের পরিবারকে সমবেদনা মমতার, আর্থিক সাহায‍্য ঘোষনা


Jalpesh Accident



জল্পেশ কাণ্ডে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে আর্থিক সাহায‍্য ঘোষনা মুখ‍্যমন্ত্রীর। জল্পেশকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। পাশাপাশি, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সরকারের তরফে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করার কথাও ঘোষণা করেছেন তিনি।



অরূপ বিশ্বাস জানিয়েছেন, 'মুখ্য়মন্ত্রী খোঁজ খবর নিচ্ছেন। নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে সরকার'। জল্পেশ যাওয়ার পথে চ‍্যাংরাবান্ধায় পিকভ‍্যান শক হয়ে মৃত হয় ১০ জনের পাশাপাশি আহত ১৬ জন বলেই খবর।কোচবিহারের জেলাশাসক, জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক, পুলিস সুপার-সহ প্রশাসনের আধিকারিকরা সহ অরুপ বিশ্বাস এদিন হাসপাতালে যান। 


মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় টুইটে লেখেন, শীতলকুচি, কোচবিহারের 10 জন তীর্থযাত্রীর আত্মীয়দের প্রতি আমার সমবেদনা ও সংহতি, যারা জল্পেশ মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনায় মারা গেছেন। একজন মন্ত্রিপরিষদ সহকর্মীকে ঘটনাস্থলে নিয়ে যান, উদ্ধার, সাহায্য, চিকিৎসার জন্য সমগ্র প্রশাসনকে একত্রিত করেন এবং গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।